১৪ই ফেব্রুয়ারি রাতে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও তানজানিয়ার রাজধানী দারেস সালাম পৌঁছে তার তানজানিয়া সফর শুরু করেছেন। এটা হলো চীনের প্রেসিডেন্টের প্রথম তানজানিয়া সফর। তানজানিয়ার প্রেসিডেন্ট জাকায়া ম্রিশো কিকুয়েতের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট এ সফরে যান।
বিমানবন্দরে পৌঁছার পর হু চিন থাও তার দেয়া ভাষণে বলেন, চীন-তানজানিয়া মৈত্রী হলো দু'দেশের পূর্বসূরী নেতাদের চেষ্টায় অর্জিত ফসল। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫ বছরে চীন-তানজানিয়ার সম্পর্ক সুষ্ঠুভাবেই উন্নত হয়েছে। তিনি আশা করেন এবারের সফরের মাধ্যমে চীন-তানজানিয়া মৈত্রী আরো সুসংহত এবং দু'পক্ষের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো জোরদার হবে।
১৪ই ফেব্রুয়ারি সেনেগালে রাষ্ট্রীয় সফর শেষ হলে হু চিন থাও তানজানিয়া যান। (ইয়াং ওয়েই মিং) |