স্থানীয় সময় ১৩ ফেব্রুয়ারি চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সেনেগালের রাজধানী ডাকারে সেনেগালের প্রেসিডেন্ট আব্দুলায়ে ওয়াডের সঙ্গে বৈঠক করেছেন।
হু চিন থাও বলেন, ২০০৫ সাল থেকে চীন-সেনেগাল কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পর দু'দেশের সম্পর্ক অব্যাহতভাবে নতুন অগ্রগতি অর্জিত হয়ে যাচ্ছে। চীন সেনেগালের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করে দু'দেশের জনগণের বাস্তব স্বার্থ্য অর্জনের জন্য সম্মিলিত প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
হু চিন থাও বলেন, চীন সরকার চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনে দেয়া বিভিন্ন প্রকল্প নির্মাণের প্রতিশ্রুতি সময় মতো এবং উত্কৃষ্টভাবে বাস্তবায়ন করবে। ব্যাংকিং সংকট গুরুতর হলেও আফ্রিকার প্রতি চীনের দেয়া সাহায্য কমে যাবে না। চীন সেনেগালসহ বিভিন্ন আফ্রিকা দেশের সঙ্গে যোগাযোগ ও সমঝোতা জোরদার করে মিলিত প্রচেষ্টার মাধ্যমে মন্দাবস্থা কাটিয়ে দেবে। সেনেগাল সরকার যে এক-চীন নীতি অনুসরণ করে আসছে চীন তার প্রশংসা করে।
প্রেসিডেন্ট ওয়াড বলেন, দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চীন নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। বিভিন্ন সাহায্য প্রকল্প সুষ্ঠুভাবে চলছে। সেনেগাল চীনের সঙ্গে সহযোগিতা নিয়ে খুব সন্তুষ্ট। আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীন যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সেনেগালসহ বিভিন্ন আফ্রিকান দেশ তার কৃতজ্ঞ বোঝ করে।(ইয়াং ওয়েই মিং) |