v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
স্বর্ণ সপ্তাহে প্রায় পৌনে ৪৫ লাখ পর্যটক ইয়ুন নান প্রদেশ ভ্রমণ করেছে
2009-02-13 22:16:52
     ইয়ুন নান প্রদেশের অবকাশ কার্যালয়ের সাম্প্রতিক এক খবরে জানা গেছে, চীনের বসন্ত উত্সবের সাপ্তাহিক ছুটিতে ইয়ুন নান প্রদেশে ৪৪ লাখ ৭১ হাজার ৮শ পর্যটক ভ্রমণ করেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ২২.৪২ শতাংশ বেশি। এ সময় আয় হয়েছে ১৮০.৭ কোটি ইউয়ান। যা গত বছরের একই সময়ের চেয়ে ১২.২৪ শতাংশ বেশি। এর মধ্যে রাতরাত্রী যাপনকারী কাটানো পর্যটকের সংখ্যা ১০ লাখ ২৩ হাজার ৫শ। যা গত বছরের একই সময়ের চেয়ে ১০.৪৮ শতাংশ বেশি। এক দিনের জন্য আসা পর্যটকের সংখ্যা ৩৪লাখ ৪৮ হাজার ৩শ। যা গত বছরের একই সময়ের চেয়ে ২৬.৪৮ শতাংশ বেশি।

    যোগাযোগ বিভাগ সুত্রে জানা গেছে, স্বর্ণ সপ্তাহের চায়না এ্যায়ার মোট ৫ হাজার ১০টি ফ্লাইটের ব্যবস্থা করে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৭৪টি বেশি। এর মধ্যে নতুন ফ্লাইটের সংখ্যা ৩৭টি। যাত্রীর সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৬শ। যা গত বছরের একই সময়ের চেয়ে ৮৮ হাজার ৯শ জনেরও বেশি। এ বৃদ্ধির হার ১৯.৯৫ শতাংশ। ট্রেনের সংখ্যা ৯৫২টি, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৮টি বেড়েছে। ট্রেনে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ছিল ৯ লাখ ৩৮ হাজার ২শ। যা গত বছরের একই সময়ের চেয়ে ১ লাখ ২৮ হাজার ৭শ জন বেশি। এ বৃদ্ধির হার ১৫.৯ শতাংশ। গণ পরিবহণের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার। যাত্রীর সংখ্যা ৪৯ লাখ ১৫ হাজার। নিজের গাড়িতে ভ্রমণের সংখ্যা অনেক বেড়েছে। বিশেষ করে প্রদেশের জেলা ও উপজেলায় ভ্রমণকারীর সংখ্যা অনেক বেড়েছে। এক প্রদেশ থেকে অন্য প্রদেশে নিজের গাড়িতে করে ভ্রমণকারীদের সংখ্যাও অব্যাহতভাবে বাড়ছে।

     খুন মিং, ছু চিং, ছু সিং, সি সুয়াং পান না ও পাও শানসহ বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে অনেক বেড়েছে। এর বৃদ্ধির হার যথাক্রমে ৩৭.৮৬, ৪৭.১, ৩৬.৬৭, ২৭.০৩ ও ১৪.৫৯ শতাংশ। অন্য স্থানে এর সংখ্যাও বৃদ্ধির দিকে যাচ্ছে। ইয়ুন নান প্রদেশে পর্যটন শিল্পের ওপর গুরুত্ব দেয়ার ফলে ছুটির দিনে এতো বেশি পর্যটক বৃদ্ধির গুরুত্বপূর্ণ কারণ। ফলে জনসাধারণের দিন দিন বেড়ে যাওয়া চাহিদা মেটানো সম্ভব হয়েছে। বসন্ত উত্সবের দিনে পর্যটকরা খুন মিং, ছু সিং বসন্তকালে ফলমালা উপভোগ করতে, সি সুয়াং পান না এলাকায় সুর্য্যের আলো উপভোগ এবং পাও শান শহরের থেং ছোং স্থানে ঝর্নায় গোসল পারেন। নতুন দর্শনীয় উপজেলা ও বৈশিষ্ট্যময় গ্রাম ছুটির দিনে পর্যটন শিল্প উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়।

    স্বর্ণ সপ্তাহের মধ্যে ইয়ুন নান প্রদেশের ২৩টি প্রধান দর্শনীয় স্থানে ৭ লাখ ৭০ হাজার ৪শ পর্যটক ভ্রমণ করেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৫.১ শতাংশ বেশি। এর মধ্যে খুন মিং পাথর বন, খুন মিং বিশ্ব এ্যাক্সপো গার্ডন, ইয়ুন নান প্রদেশের মিন জু গ্রাম ও লি চিয়াং শহরের ইয়ুন লুং তূষার পাতের পাহাড়ে মোট ৪৬ হাজার ৬শ পর্যটক ভ্রমণ করেছে। বিভিন্ন স্থানে নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পর্যটকরা জাকজমকপূর্ণ পরিবেশে অনেক আনন্দ করেন। (ওয়াং তান হোং)


1 2 3 4 5
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China