চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১২ই ফেব্রুয়ারী সৌদী আরবে তাঁর রাষ্ট্রীয় সফর শেষ করে বিশেষ বিমান যোগে রিয়াদ থেকে রওয়ানা হয়ে মালি গিয়ে পৌঁছেছেন।
হু চিন থাও ১০ই ফেব্রুয়ারী সৌদী আরবে পৌঁছান। সফরের সময় তিনি সৌদী আরবের রাজা আব্দুল্লাহ বিন আব্দুল-আজিজের সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা সার্বিকভাবে চীন-সৌদী আরব কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীরতর এবং সম্মিলিতভাবে আর্থিক সংকট মোকাবিলার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন। বৈঠকের সময় হু চিন থাও চীন-সৌদী আরব কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য ৬টি প্রস্তাব উত্থাপন করেন। তাঁরা জ্বালানীসম্পদ, স্বাস্থ্য, রোগ নির্ণয়, যোগাযোগ ও সংস্কৃতিসহ পাঁচটি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছেন।
তা ছাড়া, হু চিন থাও উপসাগরীয় অঞ্চলের সহযোগিতা কমিটির মহাসচিব আব্দুল রহমান আল-আতিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছেন। তাঁরা এই কমিটির সদস্য দেশগুলোর সঙ্গে চীনের সহযোগিতা জোরদারের ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন।
তা ছাড়া, হু চিন থাও সৌদী আরবে চীনের কোম্পানির উদ্যোগে নির্মিত প্রকল্প পরিদর্শন করেছেন এবং চীন ও সৌদী আরবের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতার কাঠামো চুক্তি স্বাক্ষরের পর প্রথম প্রকল্প, অর্থাত্ চীন-সৌদী আরব ডেট পামের জিন গবেষণার পরিকল্পনা কার্যকরের অবস্থা পরিদর্শন করেছেন। (লিলি)
|