১১ই ফেব্রুয়ারী বিকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও উপ সাগরীয় সহযোগিতা কমিশনের মহা সচিব আবদুরাহমান আল আটিয়ার মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে চীন ও উপ সাগরীয় সহযোগিতা কমিশনের মধ্যে সম্পর্ক জোরদার করার ব্যাপারে নতুন গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়েছে। হু চিন থাও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আর্থ-বাণিজ্যিক ও জ্বালানী ক্ষেত্রে উপ সাগরীয় সহযোগিতা কমিশন চীনের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে আছে। এই সহযোগিতার কাঠামো সম্পূর্ণ করার জন্য চীন দু'পক্ষের মিলিত প্রচেষ্টার দাবিদার । দু'পক্ষের সম্পর্ক আরও বিকশিত করার জন্য হু চিন থাও চারটি প্রস্তাব উত্থাপন করেছেন। প্রথমত: যত দ্রুত সম্ভব দু'পক্ষের কৌশলগত সংলাপ চালু করা; দ্বিতীয়ত: যত দ্রুত সম্ভব দু'পক্ষের মধ্যে অবাধ বাণিজ্য অঞ্চলের চুক্তি স্বাক্ষর করা; তৃতীয়ত: বৈশ্বিক আর্থিক সংকটজনিত নেতিবাচক প্রভাব মোকাবিলার জন্য পুঁজিবিনিয়োগ ও ব্যাংকিং ক্ষেত্রে দু'পক্ষের সমন্বয় ও সহযোগিতা জোরদার করা এবং চতুর্থত: সংস্কৃতি ও শিক্ষার বিনিময় সম্প্রসারিত করা।
মহা সচিব আবদুরাহমান হু চিন থাওয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তিনি আশা করেন, চীনের সঙ্গে উপসাগরীয় সহযোগিতা কমিশনের আর্থ-বাণিজ্যিক যোগাযোগ আরও নিবিড় হবে। উন্নয়ন তরান্বিত করার সংলাপে চীন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি তার প্রশংসা করেন। |