v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জাম্বিয়া-চীন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এলাকা
2009-02-11 16:32:01
    চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১০ ফেব্রুয়ারী সৌদি আরব ও আফ্রিকার চারটি দেশ সফর শুরু করেছেন । এটাও ২০০৯ সালে তার প্রথম সফর । আফ্রিকার দেশগুলো সফরকে নতুন বছরের সূচনা হিসেবে নির্ধারণ করা থেকে বোঝা যায় চীন আফ্রিকার সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দেয় । বস্তুতঃ ২০০৬ সালের নভেম্বর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম পেইচিংয়ে অনুষ্ঠিত হওয়ার পর চীন ও আফ্রিকার যৌথ কল্যাণ ও উন্নয়নের সহযোগিতা কাঠামো আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে ।

   জাম্বিয়া-চীন আর্থিক বাণিজ্যিক সহযোগিতা এলাকা হল আফ্রিকায় চীনের প্রতিষ্ঠিত প্রথম সহযোগিতার এলাকা , তার উন্নয়নও সবচেয়ে সুষ্ঠু । এ এলাকার উপ প্রধান চান পাও সেন বলেন :

    গত বছরের শেষ নাগাদ এলাকায় শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০টি । এ ছাড়া গত বছরের ৯ই সেপ্টেম্বর চীনের সিয়া মেন শহরে অনুষ্ঠিত দ্বাদশ তম চীনের আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ মেলায় চীনের আলোহ খনি গ্রুপ জাম্বিয়া সরকারের সঙ্গে "জাম্বিয়া-চীন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এলাকার পুঁজি বিনিয়োগ ত্বরান্বিত এবং রক্ষা বিষয়ক চুক্তি" স্বাক্ষর করে । গত বছর গোটা এলাকার শিল্প প্রতিষ্ঠানের বিক্রি আয় ১৯ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে । পুঁজি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৫০ কোটি মার্কিন ডলার । স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এ পরিমাণ ছিল ৭০ কোটি মার্কিন ডলার । সেখানের মানুষের জন্য ৩৫০০ কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে ।

    চলতি বছরের ১৫ই জানুয়ারী জাম্বিয়া-চীন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এলাকার লুসাকা শাখা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । জাম্বিয়ার প্রেসিডেন্ট রাপিয়া বান্দা ও চীনের বাণিজ্য মন্ত্রী ছেন দ্য মিং এ শাখা উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন । তবে একথা হয়তো অনেকেই জানেন না যে , এ বাণিজ্যিক সহযোগিতা এলাকাটি একটি পরিত্যক্ত ক্যারোলিট খনির উপর থেকে নির্মিত হয়েছে । সে খনি চীনের আলোহ খনি গ্রুপ ১৯৯৮ সালে জাম্বিয়া সরকারের কাছ থেকে কিনেছে । চান পাও সেন জানিয়েছেন :  

    চীন ও জাম্বিয়ার মৈত্রী ও বানিজ্যিক বিনিময় জোরদার করার জন্য চিনের আলোহ খনি গ্রুপ উপলব্ধি করেছে যে একটি শিল্প গ্রুপ গঠন করলে সহযোগিতার জন্য ভালো হবে । তাই চীনের আলোহ খনি গ্রুপ সেখানে শিল্প এলাকা প্রতিষ্ঠা করার প্রস্তাব দেয় । দু'দেশের সরকারের সমর্থনে চীনের আলোহ খনি গ্রুপ ও জাম্বিয়ার সহযোগিতা আরো সুষ্ঠু হয়েছে । চান পাও সেন বলেন :

    ২০০৬ সালে চীনা "শিল্প প্রতিষ্ঠানগুলো বিদেশে পুঁজি বিনিয়োগ করার" কৌশল অবলম্বন করেছে । ২০০৬ সালের নভেম্বর চীন ও আফ্রিকার দেশগুলোর সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট হু চিন থাও আফ্রিকায় চীনের আটটি ব্যবস্থার কথা ঘোষণা করেছেন । ২০০৭ সালের চৌঠা ফেব্রুয়ারী প্রেসিডেন্ট হু চিন থাও জাম্বিয়া সফর করার সময় জাম্বিয়ার তখনকার প্রেসিডেন্ট লেভি মুয়ানায়াসার সঙ্গে দু'দেশের সহযোগিতা এলাকার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন । তখন থেকে সহযোগিতা এলাকার নাম জাম্বিয়া-চীন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এলাকা হিসেবে পরিচিতি লাভ করে ।

    ১০ বছরের উন্নয়নের পর এখন এ সহযোগিতা এলাকা আফ্রিকায় চীনের পুঁজি বিনিয়োগ সাফল্যের একটি দৃষ্টান্ত হয়েছে । চলতি বছরের জানুয়ারী মাসে চীনের বাণিজ্য মন্ত্রী ছেন দ্য মিং কেনিয়া , জাম্বিয়া ,এ্যাগোলার সফর শেষে বলেন , আফ্রিকায় প্রতিষ্ঠিত হওয়া আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো আরো ভালোভাবে সামাজিক দায়িত্ব পালন করছে , আফ্রিকার জনগণ চীনা শিল্প প্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগ স্বাগতও জানান । তিনি বিশ্বাস করেন , চীনা শিল্প প্রতিষ্ঠান আরো ভালোভাবে নিজের দায়িত্ব পালন করবে । (শুয়েই ফেই ফেই)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China