v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম বৈঠকের সংক্ষিপ্ত পরিচয়
2009-02-10 18:09:14
চীন ও আফ্রিকান দেশগুলোর সঙ্গে সৌর্হাদ্যপূর্ণ সহযোগিতা আরও জোরদার করা ও বিশ্ব চ্যালেঞ্জ মিলিতভাবে মোকাবিলার লক্ষ্যে আংশিক আফ্রিকান দেশগুলোর প্রস্তাব অনুযায়ী ১৯৯৯ সালের অক্টোবরে পেইচিংয়ে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম বৈঠক অর্থাত পেইচিং ২০০০-এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজনের প্রস্তাব উত্থাপন করে। চীন সরকারের এই প্রস্তাব আফ্রিকান দেশগুলোর ব্যাপক সমর্থন পেয়েছে।

চীন আফ্রিকার সম্মিলিত প্রচেষ্টায় ২০০০ সালের অক্টোবর পেইচিংয়ে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ৪০টিরও বেশী আফ্রিকান দেশের ৮০জন মন্ত্রী ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও অঞ্চলের প্রতিনিধিরা এই ফোরামের বৈঠকে অংশ নিয়েছেন। এ ফোরামের প্রতিপদ্য ছিল: পারষ্পরিক মর্যাদা সম্মান করার ভিত্তিতে পরার্মশ করা, পারস্পরিক অভিন্নতা সম্প্রসারিত করা, পারস্পরিক সমঝোতা বাড়ানো এবং পারস্পরিক মৈত্রী জোরদার করা।

বৈঠকে " চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম সংক্রান্ত পেইচিং ঘোষণা" ও " চীন-আফ্রিকা অর্থনৈতিক ও সমাজিক উন্নয়নের সহযোগিতা সংক্রান্ত কর্মসূচী" অনুমোদিত হয়।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China