v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
উপ সাগরীয় সহযোগিতা কমিশনের সংক্ষিপ্ত পরিচয়
2009-02-10 18:05:29
উপ সাগরীয় সহযোগিতা কমিশন উপ সাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর সহযোগিতা কমিশনের সংক্ষিপ্ত পরিচয়। ১৯৮১ সালের মে মাসে এই কমিশন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রতিষ্ঠিত হয়। এই কমিশনের ছ'টি সদস্য দেশ হল: সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব । এ ছ'টি দেশের মোট আয়তন ২৬ লাখ ৭০ হাজার বর্গ কিলোমিটার, লোকসংখ্যা প্রায় ৩ কোটি ৫০ লাখ। তেল ও প্রাকৃতিক গ্যাস এ সব দেশের প্রধান সম্পদ। এই কমিশনের সদর দফতর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

২০০৪ সালের ৪ঠা থেকে ৭ই জুলাই পযর্ন্ত উপ সাগরীয় সহযোগিতা কমিশনের ছ'টি সদস্য দেশের অর্থ মন্ত্রী ও এই কমিশনের মহা সচিব চীন সফর করেন।চীন ও এই কমিশন একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। এ প্রতিনিধি দল চীন সফরকালে চীন ও উপ সাগরীয় সহযোগিতা কমিশনের মধ্যে অর্থনীতি, বাণিজ্য , পুঁজিবিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China