v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ভারতের একজন বিমান যাত্রীর কুব্যবহারের জন্য জরুরীভাবে অবতরণ করেছে
2009-02-02 20:13:25
    ১ ফেব্রুয়ারী রাতে নয়াদিল্লীতে সন্দেহজনক বিমান ছিনতাইর ঘটনা ঘটেছে। ভারতের ব্যক্তিমালিকানাধীন ইনডিগো বিমান কোম্পানির একটি ফ্লাইটে কয়েকজন যাত্রীর বিশৃঙ্খলা সৃষ্টির কারণে বিমানটি নয়াদিল্লী বিমান বন্দরে বাধ্য হয়ে জরুরী অবতরণে বাধ্য হয়। নয়াদিল্লী টেলিভিশন কেন্দ্রের খবরে এ কথা জানা গেছে।

    এ দিন ভারতের দক্ষিণাংশের গোয়া ১৬৩ জন যাত্রী ও ৬ জন বিমানক্রু নিয়ে বিমানটি নয়াদিল্লী যাওয়ার পথে হঠাত্ করে ছিনতাই সন্দেহে বিমান পরিচালনা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চায়। তারা জানায়, কয়েক জন যাত্রী বিমানে অশালীন আচরণ করছে এবং বিমানটি ছিনতাই হুমকি দিচ্ছে।

    বিমান নয়াদিল্লী বিমান বন্দরের একটি নির্দিষ্ট এলাকায় জরুরী অবতরণ করে। ভারতের পুলিশ ও নিরাপত্তা বাহিনী দ্রুত বিমানটি ঘিরে ফেলে। আড়াই ঘন্টা পর পুলিশ বিমানটি বিরাপদ বলে জানায়। দায়ী তিনজনকে আটক করা হয়েছে।

    পরে ভারতের বেসামরিক বিমান বিভাগ, বিমান ও যাত্রীরা সবাই নিরাপদ বলে জানানোর পর যাত্রীরা বিমান থেকে বেড়িয়ে আসে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China