নয় বছরের বাধ্যতামূলক শিক্ষাকে জনপ্রিয় করে তোলা সুনিশ্চিত করার জন্য চলতি বছরেই ইয়ুন নান সরকার যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবে । যাতে সারা প্রদেশের ১২৯টি জেলা ও শহরের নয় বছরের বাধ্যতামূলক শিক্ষা জনপ্রিয় করে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা যায়।
২০০৮ সালে ইয়ুন নান প্রদেশের সি মেং ওয়া স্বায়ত্বশাসিত বিভাগ, ছাং ইউয়ান ওয়া জাতীয় স্বায়ত্তশাসিত বিভাগ, ইয়ুং শান, ফু কুং এবং ই লিয়াং জেলাসহ ৫টি জেলা সুষ্ঠুভাবে নয় বছরের বাধ্যতামূলক শিক্ষা জনপ্রিয় করে তোলার লক্ষ্য বাস্তবায়নের কাজ সম্পন্ন করেছে। এ পর্যন্ত সারা প্রদেশে মোট ১২৬টি জেলায় নয় বছরের বাধ্যতামূলক শিক্ষা জনপ্রিয় করে তোলার কাজ সম্পন্ন করা হয় ।এ থেকে শিক্ষার হার হয়েছে ৯৪.৭ শতাংশ।
এখনো ইয়ুন নান প্রদেশের কিছু কিছু অঞ্চলে শিক্ষাদান উপকরণের মান তেমন উন্নত হয়নি। সেজন্য সেখানে নয় বছরের বাধ্যতামূলক শিক্ষা সার্বিকভাবে জনপ্রিয় করে তোলাও সম্ভব হয়নি। এর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে লান ছাং লা কু জাতির স্বায়ত্বশাসিত বিভাগ, লু তিয়ান এবং চেন সিউং জেলা। সুতরাং, ২০০৯ সালে ইয়ুন নান প্রদেশের নয় বছরের বাধ্যতামূলক শিক্ষা জনপ্রিয় করে তোলার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
অর্ধেক শতাব্দীর উন্নয়নের ফলে ইয়ুন নান প্রদেশের শিক্ষার অবকাঠামো নির্মাণে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। তবে শ্রম-শক্তির সাংস্কৃতিক গুণগত মান নেমে যাওয়া হচ্ছে স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান বাধা। চীনে পঞ্চমবারের জনসংখ্যা জরিপ সংক্রান্ত এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০০ সালে ইয়ুন নান অধিবাসীদের শিক্ষায় অংশ নেয়ার গড় সংখ্যা ছিল প্রতিবছর শুধু ৬.৩ ভাগ। এর মধ্যে ১৫.৪ শতাংশ মানুষই হল নিরক্ষর।
২০০১ সালে ইয়ুন নান প্রদেশ নয় বছরের বাধ্যতামূলক শিক্ষা জনপ্রিয় করে তোলার ব্যবস্থা নেয়ার পর, সংশ্লিষ্ট স্কুলের ঝরে যাওয়া শিশুদের সাহায্য দেয়ার জন্য চীন সরকার পর্যায়ক্রমেই ইয়ুন নান প্রদেশকে আর্থিক সাহায্য প্রদান করেছে। এ সব আর্থিক সাহায্য জরুরিভিত্তিতে দারিদ্রপিড়িত অঞ্চলের শিক্ষাদানের উপকরণ কেনার জন্য ব্যবহার করা হয়েছে। |