v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আলোকিত দক্ষিণ এশিয়া
2009-01-19 23:21:41

    ** ২৯ জানুয়ারী সার্কের জ্বালানি মন্ত্রীরা শ্রীলংকার কলম্বোয় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সম্পদের দাম হ্রাসের বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করবেন। এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হবে আঞ্চলিক জ্বালানি। সম্মেলনে পুনঃব্যবহার্য নয় এমন জ্বালানি সম্পদের উন্নয়ন, জ্বালানি সরবরাহ বাড়ানো এবং সদস্য দেশগুলোর মধ্যকার সহযোগিতা জোরাদার করাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

    ** ভারতের যৌথ শিল্প ও বাণিজ্য সমিতির সর্বশেষ রিপোর্টে অনুমান করা হয়েছে যে, পরবর্তী চার বছরে ভারত ও আফ্রিকার দেশগুলোর বাণিজ্যিক মূল্য পাঁচ গুণ বাড়বে। ২০১২ সালে এ পরিমাণ ১৫০ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়াবে। গত পাঁচ বছরে ভারত ও আফ্রিকার বাণিজ্যের পরিমাণ পাঁচ গুণ বেড়েছে। অর্থাত্ ২০০২ থেকে ২০০৩ আর্থিক সালের ৫২০ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ২০০৭ থেকে ২০০৮ আর্থিক সালে ২৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

    ভারতের যৌথ শিল্প ও বাণিজ্য সমিতির মহাসচিব রাওয়াত জানিয়েছেন, আফ্রিকান দেশগুলোর সরকার নিজ দেশের বাণিজ্য মহলকে ভারতের সঙ্গে লেনদেন জোরদারে উত্সাহ দেয়। ভারত আফ্রিকার সবচেয়ে অনুন্নত সকল দেশের জন্য করমুক্ত নীতি চালু করার কথা ঘোষণা করেছে। ফলে ভারতের আফ্রিকা থেকে আমদানি করতে আরো সুবিধা হয়েছে এবং চাহিদাও বেড়েছে। পরবর্তী চার থেকে পাঁচ বছরের মধ্যে ভারত ও আফ্রিকার বাণিজ্যিক বৃদ্ধির ক্ষেত্রগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কাঁচা মাল, তেল, মুক্তা, রাসায়নিক শিল্প ও কাঠ, রপ্তানী, পরামর্শ, তথ্য প্রযুক্তি, শিক্ষা ও চিকিত্সাসহ বিভিন্ন বিষয়।

    ** সম্প্রতি বাংলাদেশের পরিবহন মন্ত্রী আবুল হোসেইন বলেছেন, বাংলাদেশ সরকার ২০১১ সাল থেকে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। এ সেতুর দৈর্ঘ্য ৫.৫৮ কিলোমিটার। নির্মাণের জন্য ১০০ বিলিয়ন টাকা ব্যয় হবে। তিন বছরের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন হবে। সেতুটি নির্মাণের পর বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

    ** পাকিস্তানের 'সংবাদ' পত্রিকার ১৫ জানুয়ারীর খবরে প্রকাশ, পাকিস্তান ও ভারতের উত্তেজনাময় পরিস্থিতি সত্ত্বেও কাশ্মীর অঞ্চলে পাক-ভারতের পণ্য বিনিময়ের বাণিজ্যিক তত্পরতা এখনো চলছে। ভারতের বিপুল পরিমান আলু, টমাটো ও মেয়েদের শরীর ঢেকে রাখা বোরখাসহ নানা পণ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে রপ্তানী হচ্ছে।

    **সম্প্রতি মালদ্বীপের নব নির্বাচিত প্রেসিডেন্ট নাশিদ শ্রীলংকা সফরকালে বলেছেন, মালদ্বীপ অর্থনীতির ব্যক্তিগত মালিকানার নীতি কার্যকরের পরিকল্পনা করেছে। তারা প্রধানতঃ বিদ্যুত্, পরিবহন, বন্দর ও বিমান বন্দরসহ নানা ক্ষেত্রের রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠানের সংস্কার করবে। প্রেসিডেন্ট নাশিদ বলেছেন, মালদ্বীপ সরকার এ শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের হোল্ডিং অধিকার পরিত্যাগ করতে পারে। বিদেশী বিনিয়োগকারীরাও আরো বেশি শেয়ার কিনতে পারেন।

    প্রেসিডেন্ট নাশিদ বলেছেন, এখন মালদ্বীপে শ্রীলংকার বিনিয়োগ প্রধানতঃ পর্যটন ক্ষেত্রে দেয়া হয়েছে। তিনি আশা করেন, শ্রীলংকার বিনিয়োগকারীরা মালদ্বীপের বহুবিধ ক্ষেত্রে বিনিয়োগ করবেন এবং মালদ্বীপের রাষ্ট্রায়ত্ত্ব শিল্পপ্রতিষ্ঠানের ব্যক্তিগত মালিকানার প্রক্রিয়ায় অংশ নেবে।

    ** সম্প্রতি শ্রীলংকার বন্দর বিষয়ক ব্যুরোর সভাপতি বলেছেন, শ্রীলংকা ২০০৯ সালের প্রথম কোয়ার্টারের শেষ দিকে তার দক্ষিণাংশের হামবানটোতা বন্দরে জাহাজ মেরামত কারখানা প্রতিষ্ঠার জন্য বিদেশী বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাবে।

    হামবানটোতা বন্দর হচ্ছে চীন সরকারের বরাদ্দে চীনের বন্দর প্রকল্প লিমিডেট কোম্পানির নির্মিত প্রকল্প। এ বন্দর নির্মাণের পর শ্রীলংকার সরকার ৪৫০ মিটার দৈর্ঘ্যের বাণিজ্যিক জাহাজ মেরামতের জন্য একটি কারখানা নির্মাণের পরিকল্পনা করেছে। যাতে বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য প্রয়োজনীয় সেবা দিতে পারে।

    ** পাকিস্তানের 'সংবাদ' পত্রিকার ১৪ জানুয়ারীর খবরে জানা গেছে, পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের নিরাপত্তা পরিস্থিতির অব্যাহত অবনতি হওয়ার কারণে জাপান সরকার সম্প্রতি সওয়াবি ও চার্সাদা অঞ্চলের তিনটি ছোট জলাধার প্রকল্পে কর্মরত জাপানের শিল্পপ্রতিষ্ঠান ও কর্মীদের চলে যাওয়ার আদেশ দিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China