ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ১৮ জানুয়ারী নয়াদিল্লীতে ঘোষণা করেছেন, ভারত স্পষ্টভাবে শ্রীলংকাকে বলেছে, ভারত আশা করে, শ্রীলংকা সরকার রাজনৈতিক উপায়ে উত্তরাঞ্চলের তামিল মানুষের সমস্যার সমাধান করবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ১৭ জানুয়ারী ভারতের পররাষ্ট্র সচিব শিভশংকর মেনোন শ্রীলংকায় দু'দিন সফর শেষ করেছেন। শ্রীলংকা সফরকালে মেনোন ও শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্সাসহ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মেনোন প্রধানতঃ শ্রীলংকার উত্তরাঞ্চলের পরিস্থিতির ওপর ভারতের মনোযোগ প্রকাশ করেছেন। তিনি পুনরায় ঘোষণা করেছেন, ভারত আশা করে, শ্রীলংকার বিভিন্ন জাতির মধ্যে রাজনৈতিক পুনর্মিলন বাস্তবায়িত হবে এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান হবে।
সম্প্রতি শ্রীলংকার সরকারী বাহিনী সরকার বিরোধী সশস্ত্র তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থা –এলটিটিইর বিরোধে চালানো সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে। প্রেসিডেন্ট রাজাপাক্সা ১৭ জানুয়ারী বলেছেন, স্থিতিশীল উত্তরণ এবং অবশেষে উত্তরাঞ্চলের সমস্যার রাজনৈতিক সমাধান বাস্তবায়নের জন্য শ্রীলংকা সরকার সংশ্লিষ্ট ব্যবস্থা নিতে ইচ্ছুক।(ইয়ু কুয়াং ইউয়ে)
|