ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৭ জানুয়ারী মুম্বাইয়ে আশা প্রকাশ করেছেন, ভারতের দেয়া মুম্বাই সন্ত্রাসী হামলার প্রমাণের প্রতি পাকিস্তান যথা শিগগির তার প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং সন্ত্রাসী সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
মুম্বাইয়ে অনুষ্ঠিত 'ইকোনমিক টাইমস পুরস্কার' অনুষ্ঠানে সিং বলেছেন, ভারত পাকিস্তানকে মুম্বাই সন্ত্রাসী হালমা ঘটনা সংক্রান্ত সকল প্রমাণপত্র দাখিল করেছে। তাঁরা প্রত্যাশা করেন, পাকিস্তান অবশ্যই সুনির্দিষ্ট ব্যবস্থা নেবে এবং মুম্বাই সন্ত্রাসী হামলার হোতা ও আয়োজকদের গ্রেফতার করবে। তিনি আশা করেন, পাকিস্তান কর্তৃপক্ষ মুম্বাই ঘটনা সম্পর্কিত তদন্তের ফলাফল সততার সঙ্গে প্রকাশ করবে এবং যাবতীয় সন্ত্রাসী সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। (ইয়ু কুয়াং ইউয়ে) |