v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ইয়ুন নান প্রদেশের খাদ্যশস্যের উত্পাদনের মোট পরিমাণ পরপরই ১৫ বছর বৃদ্ধি পেয়েছে
2009-01-09 21:47:27
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে বিশ্বের খাদ্যশস্যের নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের সম্মেলন ৫ জানুয়ারী চীনের ইয়ুন নান প্রদেশে শেষ হয়েছে। বিভিন্ন দেশের মধ্যে বেশ কিছু সমস্যায় মতভেদ থাকলেও বিশ্বে চলমান বিশ্ব খাদ্যশস্যের নিরাপত্তা জনিত অবস্থার অবনতি হওয়ার প্রেক্ষাপটে এবারের সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের পুনরায় কৃষি উন্নয়নের উদ্যোগ এবং "প্রত্যেকেই খাদ্য পাওয়ার অধিকার"শীর্ষক জাতিসংঘের এ সহস্রাব্দী উন্নয়নশীল লক্ষ্য বাস্তবায়ন সুনিশ্চিত করার জন্য ব্যাপক আলোচনার সুযোগ সৃষ্টি করেছে।

গত বছর থেকে বিশ্বে খাদ্যশস্যের দাম ক্রমাগত বেড়ে চলেছে। এতে বিশেষ করে এ বছরের প্রথম তিন মাসে খাদ্যশস্যের দামের উর্ধগতির সৃষ্টি হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট এ বছরের প্রথম তিন মাসে বিশ্বে কৃষি পণ্যে দামের সূচক একই সময়ের তুলনায় ৫৩ শতাংশ বেড়েছে। খাদ্যের দাম অব্যাহতভাবে বেড়ে যাওয়া বিশ্বের ৮৫ কোটি অভুক্ত জনতার অবস্থার অবনতি ঘটেছে এবং হাইতিসহ কয়েকটি দেশে সামাজিক সহিংসতা বা রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। সুতরাং,এবারের সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বেশি গুরুত্ব পেয়েছে। ১৮০টিরও বেশি দেশ ও বহু আন্তর্জাতিক গোষ্ঠীর উচ্চপদস্থ কর্মকর্তা এবারের সম্মেলনে অংশ নেন। এর মধ্যে রয়েছেন ৪০ জনেরও বেশি নেতৃবৃন্দ।

তিনদিনব্যাপী সম্মেলনে বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা খাদ্য নিরাপত্তার চলমান অবস্থা, জলবায়ু পরিবর্তন , জৈব জ্বালানি শিল্পের উন্নয়ন এবং উচ্চ কৃষি ভর্তুকি ও বিশ্বে খাদ্য নিরাপত্তার প্রভাবসহ বিভিন্ন ক্ষেত্রের বিষয় নিয়ে নিজেদের মতামত ব্যাখ্যা করেছেন । সম্মেলনের শেষ দিকে বিভিন্ন পক্ষ একটি চূড়ান্ত ঘোষণাপত্র গৃহীত হয়েছে। ঘোষণাপত্রে তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, বর্তমানে গুরুতর খাদ্য নিরাপত্তা সমস্যা রয়েছে, তবে ২০১৫ সালের আগেই অভুক্ত জনতার সংখ্যা অর্ধেকে কমিয়ে আনার প্রচেষ্টা চালাবে।

সম্মেলনকালে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়কে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য ও কৃষি সাহায্য জোরদার করার আহ্বান জানিয়েছে। এতে বিশেষ করে সবচে' অনুন্নত দেশগুলো এবং খাদ্যশস্যের উর্ধগতির দামের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি সহায়তা জোরদার করবে। এ উদ্যোগ সব অংশগ্রহণকারীর ব্যাপক সমর্থন পেয়েছে। সম্মেলনের শেষ দিকে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ খাদ্য ও কৃষি সংস্থাকে উন্নয়নশীল দেশগুলোকে কমপক্ষে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যাতে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য সমস্যার সমাধান এবং কৃষি উত্পাদনের আধুনিক উন্নয়ন করা যায়।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China