ওয়াং গেন নিয়ান
চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান প্রচারের ৪০তম বার্ষিকী উপলক্ষে আমি বাংলা বিভাগের সকল কর্মীকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং বাংলা বিভাগের প্রতিষ্ঠা ও তার অনুষ্ঠানের উন্নতি সাধনে নিয়োজিত প্রবীণ কর্মীদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি! দীর্ঘকাল ধরে চীন ও বাংলা দেশের বিভিন্ন মহলের যে সব বিশিষ্ট ব্যক্তি ও শ্রোতা বন্ধুরা সি আর আই বাংলা বিভাগের যত্ন নিচ্ছে এবং তাকে ভালোবাসেন ও সমর্থন করেন তাদের সবাইকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গত ৪০ বছর ধরে চীনের কন্ঠস্বর হিসেবে সি আর আই বাংলা বিভাগ বৈচিত্রময় অনুষ্ঠান প্রচারের মাধ্যমে ব্যাপক শ্রোতাদের কাছে চীনা জনগণের বন্ধুত্বের কথা পৌঁছে দিয়েছে। বাংলা বিভাগ ও হাজার হাজার শ্রোতাদের মধ্যে গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব । বাংলা বিভাগ চীনের জন্য বাংলাভাষার অনেক অনুবাদবিদ ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা গ্রহণ করছে। বাংলা বিভাগের মিঃ লি ইউয়ান শান ও পাই খাই ইউয়ান প্রমুখ কমরেডদের অনুদিত মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলি সারা চীনদেশে ছড়িয়ে পড়েছে এবং পাঠকদের কাছে সমাদৃত হয়েছে । বলা যায় , বাংলা বিভাগ চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ সেতু এবং চীন-বাংলা দেশ মৈত্রীর দূতে পরিণত হয়েছে । বহু বছরের প্রচেষ্টায় এখন বাংলা বিভাগ শুধু যে বেতার-তরঙ্গের সাহায্যে অনুষ্ঠান প্রচার করছে তা নয় , ইন্টার নেটের মাধ্যমেও তার অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। তা ছাড়া 'আমি তুমি সে' নামে বাংলা বিভাগ থেকে নিয়মিত ত্রৈমাসিক পত্রিকাও বের হচ্ছে। বাংলা বিভাগ ও "শান্ত মারিয়াম"এর যৌথ সহযোগিতায় শিগগিরী বাংলাদেশে কন্ফুসিয়াস স্কুল চালু হবে । বাংলা বিভাগের এ সব নতুন উদ্যোগ অগনিত শ্রোতার প্রশংসা পেয়েছে। আমি আশা করি , বাংলা বিভাগ শ্রেষ্ঠ ঐতিহ্যের স্ফুরত আলোয় অগ্রগতির পথে অনবরত সংস্কারের নতুন পদক্ষেপ গ্রহণ করে চীন-বাংলাদেশ মৈত্রী ও দুদেশের সাংস্কৃতিক আদানপ্রদানের জন্য আরোবেশি অবদান রাখবে।
ওয়াং গেন নিয়ান মহাপরিচালক, চীন আন্তর্জাতিক বেতার ১৯ ডিসেম্বর ২০০৮ |