v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন-বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি হো কাং-এর শুভেচ্ছা বাণী
2009-01-05 22:01:29
    চীনে বাংলাদেশ দূতাবাসের মাননীয় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম, চীন আন্তর্জাতিক বেতারের সম্মানিত উপমহাপরিচালক শিয়া চি শুয়েন, সম্মানিত সুধীবৃন্দ,

    আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান প্রচারের ৪০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দিত। এটা কেবল বাংলা বিভাগের ৪০ বছর জয়ন্তী তা নয়, এ থেকে প্রমাণিত হয়েছে যে চীনা জনগণ ও বাংলাদেশের জনগণের মধ্যকার সুদীর্ঘকালের ঐতিহাসিক মৈত্রী দৃঢ় ও অটুট।

    প্রাচীন গ্রন্থ অনুযায়ী, সপ্তম শতাব্দীর মধ্য সময়ে চীনের থাং রাজবংশের পরিব্রাজক হিউয়েন সাং ভারতে বৌদ্ধ ধর্মের ওপর জ্ঞান অর্জনের জন্য বাংলাদেশে সাত বছর অবস্থান করেছিলেন। তাঁর পদচিহ্ন তত্কালিন পূর্ব বাংলার নানা জায়গায় এখনো রয়ে গেছে। হিউয়েন সাং-এর নাম বাংলাদেশে প্রায় সবাই জানেন। পঞ্চদশ শতাব্দীতে মিং রাজবংশের বিখ্যাত নৌ অভিযাত্রী চাং হোর নেতৃত্বাধীন বিশাল নৌবহর বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছে স্থানীয় জনগণের আন্তরিক অভ্যর্থনা পান। বাংলাদেশ ও ভারতের জাদুঘরে চীনের মিং ও ছিং রাজবংশের চমত্কার চীনামাটি ও প্রাচীন মুদ্রা সংরক্ষিত আছে। এটা হচ্ছে দু'দেশের সুদীর্ঘকালের সাংস্কৃতিক বিনিময় ও ঐতিহাসিক মৈত্রীর প্রমাণ। আড়ম্বরপূর্ণ ইয়ালুজানবু নদীর পানি চীনের তিব্বত থেকে ভারতের আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে গঙ্গা নাম ধারণ করেছে। আমরা হচ্ছি এক নদীর পানি পান করার ঘনিষ্ঠ প্রতিবেশী। এখন বেতারের তরঙ্গ চীনা জনগণ ও বাংলাদেশের জনগণকে আরেকটি বন্ধনে আবদ্ধ করেছে।

    আমি আনন্দচিত্তে দেখেছি যে, গত ৪০ বছরে বাংলা বিভাগ বেতার অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষাভাষী বন্ধুদের সঙ্গে ব্যাপকভাবে পরিচিত হয়েছে। তারা বেতার অনুষ্ঠান প্রচারের ভিত্তিতে নিরন্তরভাবে কর্ম ক্ষেত্র সম্প্রসারণ করে যথাক্রমে ওয়েবসাইট খুলেছে, পত্রিকা প্রকাশ করেছে এবং বেতার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা করেছে। বলা যায়, তাদের কাজ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে আসছে।

    আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান দিনে দিনে আরো সুন্দর ও আকর্ষনীয় হোক এ কামনা করি।

    আমি চীন ও বাংলাদেশ এবং চীন ও ভারতের মৈত্রীর বন্ধন চির সবুজ হোক এ কামনা করি।

 

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China