v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
খালেদার সহযোগিতা চেয়েছেন হাসিনা
2008-12-31 20:26:23
    ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহাজোট প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় বিএনপি প্রধান খালেদা জিয়ার সহযোগিতা চেয়েছেন। "উনিও সাবেক প্রধানমন্ত্রী, দেশ পরিচালনায় উনার অভিজ্ঞতা আছে। আমরা সবার সহযোগিতা চাই।" বুধবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    হাসিনা বলেন, বিরোধী দলকে নিয়েই দেশ চালাতে চান তিনি। সে লক্ষ্যে সংসদের ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে দেওয়ার ঘোষণা দেন তিনি। সংখ্যানুপাতিকভাবে সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ বিরোধী দলকে দেওয়ার প্রতিশ্র"তি দেন।

    সরকার গঠন করার পর দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসাই প্রধান কাজ হবে অঙ্গীকার করেন তিনি।

    শেখ হাসিনা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার ১২টা নির্ধারিত সংবাদ সম্মেলনের শুরুতে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।

    দেশি-বিদেশি কয়েকশ' সাংবাদিকের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের শুরুতেই শেখ হাসিনা বলেন, "আমরা আপনাদের ভোটর মর্যাদা যাতে রক্ষা করতে পারি, বিশ্বাস ও আস্থা রেখে চলতে পারি সেজন্য সবার সহযোগিতা চাই।"

    আগামী সরকারকে 'সকলের সরকার' আখ্যায়িত করে তিনি বলেন, "যারা আমাদের ভোট দেননি তাদেরও ধন্যবাদ জানাই একটি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের জন্য। আমরা সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করতে চাই। তাই, সবার সহযোগিতা চাই।"

    নতুন ভোটরদের অভিনন্দন জানিয়ে হাসিনা বলেন, "নতুন প্রজন্ম দেশকে নতুন রাজনৈতিক চেতনায় এগিয়ে নিয়ে যাবে। আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষায় শিক্ষিত জাতি হিসাবে দেশকে গড়ে তুলবে সেই আশাই করি।"

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China