v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন আশা করে, কনফুসিয়াস ইনস্টিটিউট নির্মাণের মাধ্যমে বিশ্বের সংস্কৃতি ক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত করবে
2008-12-29 17:35:43
দু'দিনব্যাপী তৃতীয় কনফুসিয়াস ইনস্টিটিউট সম্মেলন সম্প্রতি পেইচিংয়ে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক এবং দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ পাঁচ শোরও বেশি প্রতিনিধি এ সম্মেলনে উপস্থিত ছিলেন। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার, কনফুসিয়াস ইনস্টিটিউটের সনদ পরিষদের চেয়ারম্যান লিউ ইয়ান তোং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ভাষা ও সংস্কৃতি বিভিন্ন দেশের জনগণের মৈত্রী ও আস্থা বাড়ানোর অবিচ্ছিন্ন সেতু। কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে বিশ্বের বহুমুখী সংস্কৃতির উন্নয়ন তরান্বিত হবে বলে চীন সরকার আশা করে।

কনফুসিয়াস ইনস্টিটিউট হচ্ছে বিশ্বে চীনের হান ভাষা শিক্ষা ও সংস্কৃতিকে জনপ্রিয় করার একটি অন্যতম সংস্থা। ২০০৪ সালের নভেম্বরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। গত কয়েক বছরের উন্নয়নের মাধ্যমে বর্তমানে বিশ্বের ৭৮টি দেশ ও অঞ্চলে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। যার ফলে বিদেশীদের চীনা ভাষা শেখা ও চীনকে জানার চাহিদা মিটেছে। উদ্বোধনী অনুষ্ঠানে লিউ ইয়ান তোং বলেছেন,(১)

বর্তমানে চীন বিশ্বের ৭৮টি দেশ ও অঞ্চলে ২৪৯টি কনফুসিয়াস ইনস্টিটিউট ও ৫৬টি কনফুসিয়াস ক্লাসরুম গড়ে তুলেছে। স্থানীয় অবস্থা অনুযায়ী নমনীয় ও বৈচিত্রময় পদ্ধতিতে এ সব দেশ ও অঞ্চলের বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক স্কুল, আবাসিক এলাকা ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে নানা ধরনের চীনা ভাষার কোর্স চালু করা হচ্ছে। এ পযর্ন্ত মোট ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী নিবন্ধিত হয়েছে। তা ছাড়া, নানা ধরনের সাংস্কৃতিক বিনিময় তত্পরতাও অনুষ্ঠিত হয়েছে। এ সব তত্পরতায় অংশ গ্রহণকারীদের সংখ্যা ১৪ লাখেরও বেশী।

জানা গেছে, চীনা ভাষা শিক্ষা প্রদানের পাশাপাশি এ সব কনফুসিয়াস ইনস্টিটিউট স্থানীয় অবস্থা অনুযায়ী চীনা সাংস্কৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন ধারাবাহিক তত্পরতারও আয়োজন করেছে। যেমন ব্রিটেনের লন্ডনে দক্ষিণ তীর বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনের ঐতিহ্যিক চিকিত্সা পদ্ধতি শিক্ষা দেয়া হয়,

এ কোর্স স্থানীয় অধিবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছে। নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনের উসু ও থাইছি কোর্স শিক্ষা দেয়া হয়। নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে স্বদেশে ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসে যোগ দেয়া খেলোয়াড় ও রেফারিদেরকে চীনা ভাষা ও চীনের সংস্কৃতি ক্ষেত্রের প্রশিক্ষণ দেয়া হয়।

ব্রিটেনের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টিমোথি ওশেয়া বলেছেন, কনফুসিয়াস ইনস্টিটিউট আয়োজিত এ সব তত্পরতার মাধ্যমে চীনের সংস্কৃতির প্রতি স্থানীয় জনসাধারণের জ্ঞান ও চেতনা অনেক বেড়েছে। তিনি বলেছেন,

চলতি বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে ১০ মাস ব্যাপী চীনা সংস্কৃতি বর্ষ উদযাপিত হয়েছে। এতে মোট ১১৫ ধরনের তত্পরতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ হাজার লোক এ সব তত্পরতায় যোগ দিয়েছেন।

জানা গেছে, আন্তর্জাতিক বিনিময় প্ল্যাটর্ফম স্থাপনের উদ্দেশ্যে কনফুসিয়াস ইনস্টিটিউট যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপানসহ বিভিন্ন দেশের ১৫০০ জনেরও বেশী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও ছাত্র-ছাত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। এর পাশাপাশি ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের ২০ হাজারেরও বেশী চীনা ভাষা শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে। তা ছাড়া, চীন বিশ্বের ১৫০টিরও বেশী দেশে প্রায় ৪০০০ জন শিক্ষক ও স্বেচ্ছাসেবককে পাঠিয়েছে।

কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষাদানের মান অব্যাহতভাবে উন্নত করার জন্য বর্তমানে কনফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তর ৪৩টি বিদেশী ভাষা সংক্রান্ত চীনা ভাষার পাঠ্য পুস্তক ও অভিধান প্রণয়নের চেষ্টা করছে। এর পাশাপাশি চীন আগামী বছর কনফুসিয়াস ইনস্টিটিউটের স্কলারশীপ স্থাপন করবে এবং তিন হাজার বিদেশী চীনা ভাষা শিক্ষক, কনফুসিয়াস ইনস্টিটিউটের কর্মী ও বিদেশী ছাত্র-ছাত্রীদের চীনে লেখাপড়ার জন্য আমন্ত্রণ জানাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে লিউ ইয়ান তোং আরো বলেছেন, অর্থনীতির বিশ্বায়নের পটভূমিতে ভাষা ও সংস্কৃতি বিভিন্ন দেশের জনগণের মধ্যে মৈত্রী ও আস্থা বাড়ানোর সেতু । চীন সরকার আশা করে যে, কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন দেশের জনগণের আরও ভালভাবে চীনকে জানতে পারার পাশাপাশি চীন ও অন্যান্য দেশের ভাষা ও সংস্কৃতিকে গ্রহণ করতে পারবে। তিনি বলেছেন,

চীনা জনগণ বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতির ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে। বতর্মানে চীনের বিদেশী ভাষা শিক্ষার্থীদের সংখ্যা ২০ কোটিরও বেশী। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৬০টিরও বেশী বিদেশী ভাষা শিক্ষা দেয়া হচ্ছে। চীন বিভিন্ন দেশকে চীনে তাদের ভাষা ও সংস্কৃতি জনপ্রিয় করে তোলাকে স্বাগত জানায়। বতর্মানে চীনে অনেক দেশের ভাষা ও সংস্কৃতির স্কুল আছে। চীন সরকার তাদেরকে সুবিধাজনক ব্যবস্থা করে দেবে।(লিলু)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China