চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান প্রচারের ৪০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে চীনের নিযুক্ত রাষ্ট্রদূত জেন ছিন দিয়েনের শুভেচ্ছা বাণী
২০০৯ সালের ১ জানুয়ারী চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান প্রচারের ৪০তম বার্ষিকী। এটা হল চীনের বৈদেশিক প্রচার ব্রতের জন্যে আরেকটি মাইলফলক ।
সবাই জানেন , বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলায় বাংলা ভাষা সককারী ভাষা হিসেবে প্রচলিত হয় এবং বাংলা ভাষাভাষীর সংখ্যা ২০ কোটিরও বেশী। প্রচীনকাল থেকে চীন ও বাংলাদেশ দু'টো সুপ্রতিবেশী দেশ। দু'দেশের জনগণের মধ্যকার মৈত্রী সুদীর্ঘকালের। গত ৪০ বছর ধরে বাংলা বিভাগের সকল কর্মী নিজেদের পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের মধ্যে ব্যাপক খ্যাতি স্থাপন করেছেন। বাংলাদেশের সরকারী কর্মকর্তা ও বিভিন্ন মহলের সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে বাংলা অনুষ্ঠানের সুনাম আছে। চীন ও বাংলাদেশ এবং চীন ও ভারতের জনগণের বন্ধুত্ব তরান্বিত করার জন্য বাংলা অনুষ্ঠান সক্রিয় ভূমিকা পালন করেছে।
" শান্তির কন্ঠ", " মৈত্রীর সেতু" হিসেবে বাংলা অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন স্তরের জনসাধারণের মনে গভীর ছাপ ফেলেছে । এখন বাংলা অনুষ্ঠান চীনের বৈদেশিক প্রচারের একটি তরপর শক্তি হয়ে উঠেছে । এ বিশেষ উপলক্ষে আমি আপনাদের পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। চীন ও বাংলাদেশের মৈত্রীর জন্য নতুন অবদান রাখার জন্য বাংলা অনুষ্ঠানের মান আরও উন্নত হোক।
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত
জেন ছিন দিয়েন
০৮ -১১-২৬ |