v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন জাতিসংঘের শান্তিরক্ষী তত্পরতায় অংশগ্রহণের আরম্ভ(ছবি)
2008-12-23 18:29:20

চীনের শান্তিরক্ষী বাহিনী

    চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে সর্বদাই 'জাতিসংঘ সনদ' এর মৌলিক নীতির নির্দেশনায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে জাতিসংঘের ইতিবাচক ভূমিকা পালনের গুরুত্ব ও সমর্থন করে। বিংশ শতাব্দীর ৮০'র দশকের শেষ দিকে চীন জাতিসংঘের শান্তিরক্ষী তত্পরতায় অংশগ্রহণ শুরু করেছে।

    ১৯৭১ সালে জাতিসংঘে চীনের আসন পুনরুদ্ধারের পর ঐতিহাসিক কারণে শান্তিরক্ষী তত্পরতায় অংশ নিতো না। ১৯৮১ সালে জাতিসংঘের ৩৬তম সাধারণ পরিষদের অধিবেশনে চীন নীতিগতভাবে 'জাতিসংঘ সনদের' মর্ম অনুসারে শান্তিরক্ষা সমর্থন করেছে এবং প্রথম শান্তিরক্ষা বিষয়ক বন্টনের টাকা দিয়েছে। ১৯৮৬ সালে চীন আমন্ত্রণে মধ্য প্রাচ্যে 'যুদ্ধবিরতি তত্ত্বাবধান সংস্থা' পরিদর্শনের জন্য কর্মকর্তা পাঠিয়েছে। ১৯৮৮ সালের সেপ্টেম্বর চীন জাতিসংঘের শান্তিরক্ষী তত্পরতা বিষয়ক বিশেষ কমিটি অন্তর্ভুক্তির জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে। এটা হলো চীন জাতিসংঘের শান্তিরক্ষী তত্পরতায় অংশগ্রহণের আরম্ভ।

    ১৯৮৯ সালে চীন প্রথমবারের মতো জাতিসংঘের নামিবিয়া অন্তর্বর্তী যুগের সহায়ক দলে প্রতিনিধি পাঠিয়েছে। ১৯৯০ সালের এপ্রিল মাসে চীন প্রথমবার 'জাতিসংঘের যুদ্ধবিরতি তত্ত্বাবধান সংস্থায়' পাঁচজন সামরিক পর্যবেক্ষক পাঠিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী তত্পরতায় অংশ নিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China