v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন ও ভারতের মৈত্রী স্কুল থেকে শুরু
2008-12-22 20:00:21

চেন ওয়াং সিয়া

    ১২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লীর মন্ট কামেল স্কুলে চীনের সংস্কৃতি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। ভারতে চীনের রাষ্ট্রদূত চাং ইয়ানের স্ত্রী কাউন্সিলার চেন ওয়াং সিয়া ও অন্যান্য চীনের কূটনীতিবিদরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    স্কুল পক্ষ চীনা অতিথিদের জন্য ভারতের ঐতিহ্যিক ভরত নৃত্য ও চীনের ঐতিহ্যিক পাখা নৃত্য পরিবেশন করেছে। চীনের কূটনীতিবিদরাও এ স্কুলের ছাত্রছাত্রীদের জন্য থাইজি মুষ্টিযুদ্ধ, চীনের লোকনৃত্য এবং জাতীয় পোষাক ছিপাও শো দেখিয়েছেন। তাদের পরিবেশনা তুমুল প্রশংসা পেয়েছে। এবারের চীনের সাংস্কৃতিক সপ্তাহের বিষয়বস্তু সমৃদ্ধ। ক্লাসরুমে ছাত্রছাত্রীরা নিজের হাতে চীনের কয়েকটি কেন্দ্রশাসিত মহানগর সংক্রান্ত মাল্টিমিডিয়া সফ্টওয়ার তৈরি করেছে এবং চীনের কূটনীতিবিদদের কাছে বিস্তারিত ব্যাখ্যা করেছে। ক্যান্টিনে ছাত্রীরা চীনের ঐতিহ্যিক খাবার নুডলস রান্না করেছে, এর স্বাদও খুব ভালো। কাউন্সিলার চেন ওয়াং সিয়া তাঁর ভাষণে বলেছেন, চীন ও ভারতের মধ্যে গভীর মৈত্রী আছে। মৈত্রীর বন্ধন স্কুল থেকে ছাত্রছাত্রীদের বিনিময়ের মাধ্যমে বংশানুক্রমে থাকবে। ভারতের কিশোরকিশোরীরা চীনকে আরো গভীরভাবে জেনে নিবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China