দু'পক্ষ স্মারক স্মাক্ষর করে
১১ ডিসেম্বর 'চীন-বাংলাদেশ সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি ২০০৯-২০১২ নির্বাহী পরিকল্পনা'-এর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত চাং ছিং ডিয়ান ও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাংস্কৃতিক সচিব মোঃ শরফুল আলম নিজ নিজ দেশের সরকারের পক্ষে স্বারক স্বাক্ষর করেন। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র, প্রেস, শিক্ষা ও ক্রিড়া মন্ত্রণালয়, জাতীয় শিল্পকলা একাডেমি, জাদুঘর ও গ্রন্থাগারসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিগণ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
দু'পক্ষ স্মারক বিনিময় করে
উপদেষ্টা রাশেদা এ সমঝোতা স্মারক স্বাক্ষরকে উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, চীনের সংস্কৃতি বিশাল ও প্রগাঢ়। বাংলাদেশী জনগণ তা গভীরভাবে পছন্দ করেন। চীনের অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক সমৃদ্ধি অনুপূরক হয়। এটা বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজে লাগাবে। দু'পক্ষের সাংস্কৃতিক বিনিময় দু'দেশের অর্থনীতি ও সংস্কৃতির অভিন্ন সমৃদ্ধির জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।
রাষ্ট্রদূত চাং বলেছেন, চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক আদানপ্রদান সুদীর্ঘকালের। এবারের সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির সমঝোতা স্মারক স্বাক্ষর দু'দেশের সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতাকে আরো ত্বরান্বিত করবে। এটা দু'পক্ষের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিরন্তর সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও তাত্পর্যবহ হবে।(ইয়ু কুয়াং ইউয়ে) |