v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
লেনোভো কোম্পানির প্রতিষ্ঠাতা লিউ ছুয়ান চির বিশেষ সাক্ষাত্কার
2008-12-19 20:43:54

    " বিশ্বের তিনটি বৃহত্তম 'পি সি' নির্মাতার অনত্যম" এবং " দু'বার অলিম্পিক গেমসের সারা বিশ্বের সহযোগিতার অংশীদার"সহ কয়েকটি সুন্দর শব্দ নিয়ে চলমান লেনোভো কোম্পানির ব্যাখ্যা করলে নিঃসন্দেহে তা যথেষ্ট হবে না। " লেনোভো না থাকলে মানবজাতি কেমন হতো" এটা ছিল গত শতাব্দীর বিজ্ঞাপনের ভাষার মতই এই বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নের সত্যিকারের প্রতিফলন। এ ছাড়া, লিউ ছুয়ান চি যদি না থাকতো, তবে লেনোভো কীভাবে চালু হতো? এটা নিঃসন্দেহ যে, লেনোভো কোম্পানির একজন প্রতিষ্ঠাতা হিসেবে লিউ ছুয়ান চি এ শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে বেশ অপরিহার্য ভূমিকা পালন করেছেন। আসলে লিউ ছুয়ান চি'র লেনোভো চীনের সংস্কার এবং উন্মুক্তকরণ ও উন্নয়নের গতিধারার পাশাপাশি তার যাত্রা শুরু । আজকের " তাহাদের কথা" অনুষ্ঠানে আমি এ বিষয়টিই আপনাদের সামনে তুলে ধরবো।

২০০৮ সালের শরত্কালের একদিন সকালে পেইচিং চুং কুয়ান ছুনের একটি অফিসকক্ষে ৬৪ বছরের লিউ ছুয়ান চি প্রায় এক কোটিরও বেশি মার্কিন ডলারের একটি পুঁজি বিনিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন। ঘড়ির কাটা উল্টে যদি ৩০ বছরের আগে এ সময়ে অর্থাত্ চীনের সংস্কার ও উন্মুক্তকরণের শুরু ----১৯৭৮ সালে একই স্থান চুং কুয়ান ছুনে সেসময় লিউ ছুয়ান চি কী করতেন? আমাদের সংবাদদাতার প্রশ্নের উত্তরে লিউ ছুয়ান চি খোলামেলা বলেন: " সেদিন আমি কী কী করেছি? এখন আমি স্পষ্টভাবে বলতে পারবো না । মাঝে মাঝে কয়েকজন বন্ধুর সাথে মিলে তাস খেলতাম। কারণ, তখন ঠিক চীনের সংস্কার ও উন্মুক্তকরণের সময় , কোনটা কোন দিকে যাবে আর আমরা কী করবো এ সম্পর্কে আসলে আমরা কেউই ঠিকভাবে মন স্থির করতে পারছিলাম না। তবে মোদ্দা কথা হল আমাদের সবার মধ্যেই ব্যাপক সুপ্ত শক্তি ছিল।"

১৯৭৮ সালে চীনে সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনে " বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে উত্পাদনের মূল শক্তি" এ দিকটিকে প্রধান উপজীব্য হিসেবে গ্রহণ করা হয়। এ সময় পেইচিংয়ের চুং কুয়ান ছুন অঞ্চলে একটার পর একটা উচ্চ পর্যায়ের উন্নত বৈজ্ঞানিক কোম্পানি প্রতিষ্ঠিত হতে শুরু করে । ১৯৮৪ সালের নভেম্বর মাসে ৪০ বছর বয়স্ক লিউ ছুয়ান চি কয়েক জন সহকর্মীকে নিয়ে লেনোভো কোম্পানির প্রথম শাখা ----চীনের বিজ্ঞান দফতরের কম্পিউটার বিভাগের সঙ্গে নতুন প্রযুক্তি উন্নয়ন কোম্পানি প্রতিষ্ঠা করেন। এটা সুষ্ঠুভাবে লেনোভো কোম্পানির সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি নতুন অধ্যায় উন্মোচিত করেছে। এ সম্পর্কে লিউ ছুয়ান চি স্মরণ করে বলেন: " আমি মনে করি, আমরা উপযুক্ত সুযোগ পেয়েছি। আমি এতে অনেক আনন্দিত। তবে তখন আমার মতো এত বেশি সহকর্মী ছিলেন না। কারণ তারা মনে করতেন, নিজেদের আয় বেশি থাকলে অন্য কাজ আর তাদের জন্য তেমন গুরত্বপূর্ণ নয়। বৈজ্ঞানিক ফলাফল শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে ব্যবহার , এ বিষয়টিকে খুব কম মানুষই সমর্থন করতেন।"

যেমন ভাবা তেমনি কাজ । লিউ ছুয়ান চি লেনোভো কোম্পানি প্রতিষ্ঠার কাজ আনুষ্ঠানিকভাবেই শুরু করলেন। তবে তাঁর প্রথম জরুরি সমস্যা ছিলো অর্থের ঘাটতি । এ সম্পর্কে লিউ ছুয়ান চি বলেন: " অর্থ সমস্যা হলো তখন আমার সম্মুখীণ সবচে' বড় সমস্যা। তখন আমাদের গবেষণা বিভাগ আমার কোম্পানির জন্য ২ লাখ ইউয়ান বরাদ্দ করে । আসলে কোম্পানি চালানোর জন্য অনেক টাকা পয়সার দরকার। যেমন পণ্যদ্রব্য উত্পাদনের জন্য অনেক টাকা বিনিয়োগের প্রয়োজন। অনেকেই মনে করেন, ২ লাখ ইউয়ান চলমান কোম্পানি চালানোর জন্য একটি বিপুল পরিমাণ ব্যয়। তবে আমাদের উত্পাদনের যন্ত্র--কম্পিউটার কেনার জন্য এ ২ লাখ ইউয়ান দিয়ে মাত্র ৩টি কম্পিউটার কিনতে পারি। কারণ সেসময় একটি কম্পিউটারের পেছনেই খরচের পরিমাণ ৭০ হাজার ইউয়ানেরও বেশি। সুতরাং, আমার কোম্পানি শুরুর দিকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে যায়।"

পণ্যদ্রব্য যত তাড়াতাড়ি সম্ভব সামাজিক ক্ষেত্রের জন্য উত্পাদনের শক্তিতে পরিবর্তন করে লেনোভো কেবল যে বিজ্ঞান ও প্রযুক্তিগত পণ্যদ্রব্যের উন্নয়ন ও বিক্রী পর্যায়ে কাজ করেছে তা নয় , কোম্পানি উন্নত পণ্যদ্রব্য উত্পাদন, বাজারে বিপনন এবং বিক্রীসহ বিভিন্ন ক্ষেত্রে আনুষংগিক ভূমিকাও পালন করেছে। ফলে লেনোভো কোম্পানি দ্রুতভাবে বাজারে প্রতিদ্বন্দ্বিতার পথে চলে আসে। যাতে ব্যাপকভাবে উন্নয়নের ধারাকে কার্যকরভাবে উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে নেয়া যায়। যেমন , লেনোভোর উন্নয়ন ও গবেষণায় কম্পিউটারে ইংরেজি ভাষার পরিবর্তনে হান ভাষা চালু করতে ১ বছরেরও বেশি সময়ে তা ব্যাপক আর্থিক লাভের মূখ দেখিয়েছে। গত শতাব্দীর ৯০ দশকে লিউ ছুয়ান চি লেনোভোর সুষ্ঠুভাবে পরিচালনা এবং তাকে অব্যাহতভাবে সামনের দিকে এগিয়ে নেয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তার সৃজনশীল প্রতিভা। আন্তর্জাতিক ক্ষেত্রের আধুনিক বিজ্ঞানের বাজারে সাফল্যের সঙ্গে উচ্চ ও উন্নত শিল্পপ্রতিষ্ঠান হিসেবে উন্নয়নের ধারণাকে প্রতিষ্ঠিত করা। এ সম্পর্কে লিউ ছুয়ান চি বলেন:" বাজার অর্থনীতি পরিবর্তনের পর, আমাদের তৈরী পণ্যদ্রব্য ব্যবহারকারীদের সকল চাহিদা পূরণ করতে সক্ষম হবে। বাজারের উন্নয়ন এবং বিক্রীসহ সব বিষয়েই আমাদের শেখা উচিত। এর মাধ্যমে সংশ্লিষ্ট অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রয়োজনীয় অর্থও সংগ্রহ করতে পারি।"

সৃজনশীলতার সাহায্যে লেনোভো কোম্পানির দ্রুত উন্নতি হয়েছে। ১৯৯৮ সালে লেনোভোর প্রথম শাখা পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে লেনোভো গোষ্ঠী কম্পিউটার শিল্পে নিজের বিশাল অবদান রাখতে সক্ষম হয়েছে।

২০০২ সালে চীনের কমিউনিস্ট পার্টির একজন সদস্য হিসেবে লিউ ছুয়ান চি চীনের কমিউনিস্ট পার্টির ১৬তম প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। তখন একটি সাক্ষাত্কারে লিউ ছুয়ান চি বলেছিলেন, আর্থিক সমাজ গড়ে তুলতে হলে অনেক বেশি মানুষকে কম্পিউটার কিনতে সক্ষম হতে হবে। এটি হচ্ছে এবারের সম্মেলনে লেনোভোর সৃষ্ট সরাসরি প্রভাব। এ সম্পর্কে লিউ ছুয়ান চি বলেন: " চীনের কমিউনিস্ট পার্টির ১৬তম প্রতিনিধি সম্মেলনের পর, চীনের বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান নিজেদের উন্নয়নের পথে সুষ্ঠুভাবে এগিয়ে যায়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের প্রশাসনিক ব্যবস্থাকে তুলে ধরা।

২০০৭ সালে চীনের কমিউনিস্ট পার্টির একজন সদস্য হিসেবে লিউ ছুয়ান চি আবারও চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। সেসময় তিনি আনন্দের সঙ্গে বলেন, লেনোভো ইতোমধ্যেই বিশ্বের আধুনিক কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে দাঁড়িয়ে গেছে। ২০০৪ সালের শেষ দিকে লেনোভো গোষ্ঠী ১.৭৫ বিলিয়ন মার্কিন ডলারে মার্কিন আই বি এম গোষ্ঠীর কম্পিউটার কোম্পানি কিনে নিয়েছে। আর এভাবেই লেনোভো আজ সত্যিকারভাবেই একটি সফল কোম্পানিতে পরিণত হয়েছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China