v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের বৈদেশিক উন্মুক্তকরণের ৩০ বছর পুর্তি পর্যালোচনা প্রদর্শনী পেইচিংয়ে শুরু
2008-12-18 19:52:33

    সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছর পুর্তি উপলক্ষে চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত 'চীনের বৈদেশিক উন্মুক্তকরণের ৩০ বছর পর্যালোচনা প্রদর্শনী' ১৮ ডিসেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে।

    ৩০ বছর উন্নয়নের পর চীনে সার্বিক ব্যবস্থাপনার বহু পর্যায় এবং বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক উন্মুক্তকরণের কাঠামো গড়ে উঠেছে। ১৯৭৮ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত চীনের বৈদেশিক বাণিজ্যিক মূল্য ২০.৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২.১৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এ দিকে বিশ্বের তালিকায় চীনের অবস্থান ৩২ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে। চীনের আমদানি ও রপ্তানির মূল্য বিশ্বের ০.৭৮ শতাংশ থেকে বেড়ে প্রায় ৮ শতাংশে দাঁড়িয়েছে। চীনে মোট ৬ লাখ ৩৫ হাজার বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। চীন এ পর্যন্ত বিদেশী ব্যবসায়ীদের সরাসরি বিনিয়োগ আকর্ষণ করেছে ৭৭০ বিলিয়ন মার্কিন ডলার। চীন হচ্ছে পৃথিবীতে  সবচেয়ে বেশি বিদেশী পুঁজি আকৃষ্ট দেশের অন্যতম। ১৯৭৮ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত চীনের বিভিন্ন অঞ্চলের বিদেশে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা ১৬৮গুণ বেড়েছে। চীনের ছাত্রছাত্রীরা বিশ্বের পাঁচটি মহাদেশের ১০০রও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে আছে। এর পাশাপাশি চীনে ১২ লাখ ৩০ হাজার বিদেশী ছাত্রছাত্রীও লেখাপড়া করেছে।

    প্রদর্শনীতে অনেক মূল্যবান ঐতিহাসিক ছবি, তথ্যতালিকা, উত্তরাধিকার, বিষয়বস্তু, দলিল ও মডেল নিয়ে চীনের বৈদেশিক উন্মুক্তকরণের ৩০ বছরের মহান সাফল্যের উজ্জ্বলতর দিকগুলো প্রদর্শিত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China