v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চেন ইন ছুয়ান এক নিবন্ধে সংস্কার ও উন্মুক্তকরণের ৩০তম বার্ষিকী স্মরণ করেন
2008-12-18 19:35:31

    সিনহুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশ, চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০তম বার্ষিকী উপলক্ষে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক চেন ইন ছুয়ান ১৮ ডিসেম্বর 'সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছর পুর্তিঃ যুগান্তকারী সংস্কার' শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছেন।

    চেন ইন ছুয়ান বলেছেন, ৩০ বছরে মূলভূভাগে আকাশপাতাল পরিবর্তন ও উন্নয়ন হয়েছে। যা হংকংয়ের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। সাম্প্রতিক বছরগুলোতে হংকং সক্রিয়ভাবে চীনের সংস্কার ও উন্মুক্তকরণ বাস্তবায়নে অংশ নিয়েছে এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। হংকংয়ের ব্যবসায়ীরা সর্বপ্রথমে মূলভূভাগে যৌথ উদ্যোগে বিদেশী পুঁজি আকর্ষণের দিকটি উন্মোচন করেছেন এবং প্রশাসনিক অভিজ্ঞতা বয়ে এনেছেন। তাঁরা মূলভূভাগের অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তা ছাড়া গত শতাব্দীর ৯০'র দশকের পর মূলভূভাগের আরো বেশি শিল্পপ্রতিষ্ঠান হংকংয়ের শেয়ার বাজারে অর্থ সংগ্রহ করে। হংকং মূলভূভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশী মুদ্রার উত্সস্থলে পরিণত হয়েছে। চেন ইন ছুয়ান মনে করেন, ভবিষ্যতে দেশের নতুন দফা উন্নয়নে হংকংয়ের ভূমিকা কম হবে না, বরং আরো গুরুত্বপূর্ণ হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China