v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সংস্কার ও উন্মুক্তকরণের ওপর 'ম্যাকাও ডেইলি' পত্রিকার ভূয়সী প্রশংসা
2008-12-18 19:18:52

    সিনহুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশ, 'ম্যাকাও ডেইলি' পত্রিকার ১৮ ডিসেম্বর প্রকাশিত 'সংস্কার ও উন্মুক্তকরণে জনগণ ধনী ও দেশ শক্তিশালী হয়েছে' শিরোনামে এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ৩০ বছরে চীনের অর্থনৈতিক নির্মাণকাজে বিশ্ববিশ্রুত সাফল্য অর্জিত হয়েছে। জনগণের জীবনযাপনের মান অনেক উন্নত হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জিত হয়েছে।

    সম্পাদকীয়তে বলা হয়েছে, গত ৩০ বছরে সংস্কার ও উন্মুক্তকরণকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার অনেক গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নিয়েছে। চীনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সংস্কার ও উন্মুক্তকরণ বিভিন্ন পর্যায়ে উত্পাদন শক্তি বৃদ্ধি, জনগণের জীবনযাপনের মানের উন্নতি এবং সমাজের অগ্রগতি ত্বরান্বিত করার প্রবল চালিকাশক্তিতে পরিণত হয়েছে। ৩০ বছরে চীন সংস্কার ও উন্মুক্তকরণের নীতি অনুসরণ করে সামাজিক ক্ষেত্রের বাস্তব দিকগুলো নিরন্তরভাবে সমৃদ্ধ হয়েছে।

    সম্পাদকীয়তে আরো বলা হয়েছে, ৩০ বছরে হংকং, ম্যাকাও ও তাইওয়ানের অনেক স্বদেশবাসী এবং প্রবাসী চীনা শিল্পপতিরা পর পর চীনের মূলভূভাগে পুঁজি বিনিয়োগ করেছেন এবং শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তারা চীনের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China