v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
খাদ্যপণ্যের দাম কমাতে উত্পাদন বাড়ান: খালেদা
2008-12-18 18:46:57

    ঠাকুরগাঁও, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যপণ্যের দাম কমাতে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

    তিনি বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে এক জনসভায় বলেছেন, খাদ্যপণ্যের দাম কমাতে উত্পাদন বাড়াতে হবে। এ জন্য চারদলীয় জোট ক্ষমতায় গেলে খাস জমি চাষাবাদের জন্য কৃষকদের দেওয়া হবে।

    দুই দিনের নির্বাচনী সফরে বুধবার উত্তরাঞ্চল রওনা হন খালেদা জিয়া। বৃহস্পতিবার ভোর পর্যন্ত বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে বিভিন্ন জনসভায় বক্তব্য রাখেন তিনি।

    দুপুর ১টায় ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জনসভায় তিনি বলেন, "গত দুই বছরে দেশ অনেক পিছিয়ে গেছে। কোনও বিনিয়োগ আসেনি; হয়নি কোনও উন্নয়ন। ফলে বেকারত্ব বেড়েছে।"

    উন্নয়নের জন্য বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

    তিনি বলেন, "খাদ্যদ্রব্যের দাম কমাতে উত্পাদন বাড়াতে হবে। এ জন্য চারদলীয় জোট ক্ষমতায় গেলে খাস জমি চাষাবাদের জন্য কৃষকদের দেওয়া হবে। সার ও বীজের দাম কমানো হবে। কৃষকরা যেন সহজে সার ও বীজ পায়, তার ব্যবস্থা করা হবে। কৃষি ভর্তুকি বাড়ানো হবে।"

    দুই দিনের নির্বাচনী প্রচারে বুধবার সকালে ঢাকা থেকে উত্তরাঞ্চলের পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন। পথে সিরাজগঞ্জ ও গাইবান্ধায় বিভিন্ন পথসভা ও জনসভার পর তিনি বগুড়া পৌঁছান।

    আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে চার দল জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China