v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ই জাতির সাংস্কৃতিক পর্যটনের নতুন অবস্থান প্রদর্শন করেছে
2008-12-12 19:54:20

    গত ৬ জুলাই ইয়ুন নান প্রদেশের সাংস্কৃতিক পর্যটন খাতের উন্নয়নশীল সম্মেলন চীনের ইয়ুন নান প্রদেশের ছু সিয়ুংয়ে অনুষ্ঠিত হয়েছে। ইয়ুন নান প্রদেশের ভাইস-গভর্নার লিউ পিং এবং সারা প্রদেশের বিভিন্ন পর্যায়ের নেতারা এবারের সম্মেলনে অংশ নেন।

    অংশগ্রহণকারী সকল প্রতিনিধিগণ মনে করেন, ইয়ুন নান প্রদেশের ছু সিয়ুং স্বায়ত্তশাসিত বিভাগ নিজের গভীর সাংস্কৃতিক ইতিহাস রয়েছে। এখানকারে বিশ্বের বেশ গুরত্বপূর্ণ সাংস্কৃতিক ধ্বংসাবশেষ পৃথিবীর বেশ পর্যটকদের আকর্ষিত হয়েছে।

জাতিয় সংস্কৃতি হচ্ছে পর্যটন শিল্পের আত্মা। সংস্কৃতি না থাকার পর্যটন যেন একজন মানুষের প্রাণ ও আত্মা নেই। ছু সিয়ুং স্বায়ত্তশাসিত বিভাগের পর্যটন উন্নয়নের দুয়ার উন্মুক্ত। এর মধ্যে ইয়ু ফেং জেলা দ্বিতীয়বারের সংস্কার ও উন্নয়নে নিজের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যা সারা জেলার সাংস্কৃতিক পর্যটন শিল্প দ্রুতভাবে উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রাকৃতিক দৃশ্য নিয়ে বাস্তব অবস্থার উন্নয়ন অনুযায়ী তাদের বেশ উপযুক্ত উদ্যোগ নেয়া হয়েছে।

    সকল অংশগ্রহণকারী প্রতিনিধিগণ জানিয়েছেন যে , তারা এবারের সম্মেলনের অভিজ্ঞতা নিয়ে সারা প্রদেশের পর্যটন শিল্প উন্নয়নের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাবেন। এটা ইয়ু ফেং জেলার পর্যটন শিল্পের উন্নয়ন ও ব্যবহার ত্বরান্বিত করার জন্য অনেক সহায়ক হবে । একই সঙ্গে এটা ছাড়া, এবারের সম্মেলন ইয়ুন নান প্রদেশের পর্যটন পরিবেশের দ্রুত উন্নয়ন এগিয়ে নেয়ার লক্ষ্যেও ব্যাপক ভূমিকা পালন করেছে।

ইয়ুন নান প্রদেশের পর্যটন শিল্পের সংশ্লিষ্ট নেতারা এবারের সম্মেলনের অভিজ্ঞতা নিয়ে অব্যাহতভাবে পর্যটন শিল্পের উন্নয়নের ক্ষেত্র সম্প্রসারণের জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবেন। সারা প্রদেশের পর্যটন শিল্পের সুষ্ঠু ও দ্রুত উন্নয়নের লক্ষ্যে ইয়ুন নান প্রদেশ বিভিন্ন ক্ষেত্রের ব্যবস্থা নেবে। যাতে অর্থনৈতিক , রাজনৈতিক , সাংস্কৃতিক , শিক্ষা এবং চিকিত্সাসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন সার্বিকভাবে জোরদার করা যায়। --ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China