v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
প্রবাসী ছাত্র থেকে সোহো'র প্রতিষ্ঠাতা চাং ছাও ইয়াংয়ের বিশেষ সাক্ষাত্কার
2008-12-12 13:22:08

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রী সেবা কেন্দ্রের পরিসংখ্যান থেকে জানা গেছে, ১৯৭৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত চীনের বিদেশে লেখাপড়া ছাত্রছাত্রীদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। তারা হচ্ছেন প্রবাসী ছাত্রছাত্রী। চলমান সোহো ইন্টারনেট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা চাং ছাও ইয়াং তাদের মধ্যে অন্যতম একজন। মাত্র ১০ বছরের মধ্যে তিনি প্রবাসী ছাত্র থেকে একজন প্রধান নির্বাহী কর্মকর্তায় পরিণত হয়েছেন। আজকের " তাহাদের কথা" অনুষ্ঠানে আমরা তার কথা নিয়েই আলোচনা করবো।

পেইচিং হাই তিয়ান জেলার ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের পূর্ব দিকের ফটকের বাইরে তথ্য সেবা প্রতিষ্ঠানের বেশ কিছু অফিস ভবন রয়েছে। ছিং হুয়া বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে " সোহো" নামক একটি ইন্টারনেটের বৃহত্তম ভবন হচ্ছে সেখানকার ভবনগুলোর মধ্যে অন্যতম। সোহো ইন্টারনেট কোম্পানির পরিচালকমন্ডলীর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা চাং ছাও ইয়াংয়ের অফিস রুমও এ অফিস ভবনের সর্বোচ্চ তলায় রয়েছে।

 

তার অফিস রুম থেকে সারা ছিং হুয়া বিশ্বিদ্যালয়ের দৃশ্য দেখা যায়। তবে ১৯৮৬ সালে যদি এ অবস্থান থেকে ছিং হু বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাতেন , তাহলে দেখতে পেতেন যে মাত্র ২২ বছরের চাং ছাও ইয়াং একটি বড় আকারের চামড়ার বাক্স নিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটেসের বাইরে চলে যাচ্ছে। সেসময় চাং ছাও ইয়াং মার্কিন একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জন্য তার প্রস্তুতি নিচ্ছিলেন।

সেদিনের কথা স্মরণ করে তিনি বলেন: " ১৯৮৬ সালে আমি ছিং হুয়া বিশ্বিদ্যালয়ের লেখাপড়া শেষ করি। সেসময় আমি শুধু বই পড়ার মধ্যেই ডুবে থাকতাম। বাইরের পরিসর কেমন হবে তার ওপর আমি খুব কম গুরুত্বই দিয়েছিলাম। যুক্তরাষ্ট্রে গেলে কী কী ঘটবে এবং কবেই স্বদেশে ফিরে আসতে পারবো এ সব চিন্তা করি নি।"

এসব চিন্তাভাবনার মধ্য দিয়েই চাং ছাও ইয়াং যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সেখানে কী কী ঘটবে জানেন না। এমন কি, তিনি নিজেকে একজন মহাননেতার সঙ্গে সম্পর্ক হবে পারে সে বিষয়ও জানতে পারেন নি। ১৯৭৮ সালের ২৩ জুনে তত্কালীন শীর্ষ নেতা তেং সিয়াও পিং শিক্ষা মন্ত্রণালয়ের একটি কর্মকান্ডের রিপোর্ট শোনার সময় বিদেশে ছাত্রছাত্রী পাঠানো সংক্রান্ত সমস্যার ব্যাপারে নিজেই একটি ভাষণ দিয়েছেন। তার ভাষণে তিনি বলেন, বিদেশে পাঠানো ছাত্রছাত্রীদের সংখ্যা যত বেশি হবে ততই ভাল। এ কথার ভেতর দিয়েই চীনে ব্যাপকভাবে বিদেশে ছাত্রছাত্রী পাঠানোর একটি নতুন অধ্যায় উন্মোচিত হয়ে যায়।

1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China