v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন বাংলাদেশের সংসদীয় কার্যালয়কে দাপ্তরিক সরঞ্জাম প্রদান করেছে
2008-12-10 20:06:35

হস্তান্তর পত্র স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত চাং ছিং দিয়ান ও বাংলাদেশের প্রতিনিধি

    চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন বাংলাদেশের সংসদীয় কার্যালয়ের জন্য দেয়া দাপ্তরিক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান ২৭ নভেম্বর বাংলাদেশের সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত চাং ছিং দিয়ান ও বাংলাদেশের সংসদ সচিব আশফাক চীন ও বাংলাদেশের পক্ষে হস্তান্তর পত্রে স্বাক্ষর করেছেন। বাংলাদেশের সংসদের যুগ্মসচিব উজ্জামান ও চীনা দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলার লিন ওয়েই ছিয়াং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    উজ্জামান বাংলাদেশের সংসদের পক্ষ থেকে চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনকে এ জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বহু বছর ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের নিঃস্বার্থ অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করার আশা প্রকাশ করেছেন।

 বাংলাদেশকে দেয়া সরঞ্জামের হস্তান্তর

    রাষ্ট্রদূত চাং ছিং দিয়ান বলেছেন, চীন ও বাংলাদেশ হচ্ছে ঐতিহ্যিক বন্ধুপ্রতীম দেশ। চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। চীন বাংলাদেশকে যথাসাধ্য সাহায্য দিতে এবং দু'দেশের অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক। তিনি আশা করেন, বাংলাদেশের সংসদ ও চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন মূলত যোগাযোগ ও বিনিময় ক্ষেত্রকে জোরদার করবে এবং যৌথভাবে দু'দেশের সম্পর্কের নিরন্তর উন্নয়ন ত্বরান্বিত করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

 

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China