v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
'চীন ও পাকিস্তানের সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সংক্রান্ত যৌথ পরিকল্পনায়' স্বাক্ষর
2008-12-10 19:57:53

    সম্প্রতি চীনের উপ-বাণিজ্য মন্ত্রী ফু জি ইং ও পাকিস্তানের উর্ধ্বতন যুগ্ম সচিব শাহিদ বাশির বেইজিংয়ে যৌথভাবে 'চীন-পাকিস্তানের সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সংক্রান্ত যৌথ পরিকল্পনায়' স্বাক্ষর করেছেন।

    ২০০৫ সালের এপ্রিল মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পাকিস্তান সফরকালে দু'দেশের নেতারা যৌথভাবে এ পরিকল্পনার প্রস্তাব করেন। ২০০৬ সালের ফেব্রুয়াফারী মাসে এ পরিকল্পনা চালু হওয়ার পর দু'পক্ষের যৌথ গবেষণা গ্রুপ চার বার সম্মেলনের আয়োজন করেছে। অবশেষে ছয়টি অংশ অন্তর্ভুক্ত একটি খসড়া রিপোর্ট প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে চীন ও পাকিস্তানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার পটভুমি, চীন ও পাকিস্তানের পণ্যদ্রব্যের লেনদেন, পরিসেবা বাণিজ্য, দ্বিপক্ষীয় বিনিয়োগ, অর্থনীতির দ্বিপক্ষীয় পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা এবং সারসংকলন। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China