৫ ডিসেম্বর ভারতে চীনের রাষ্ট্রদূত চাং ইয়ান আমন্ত্রিত হয়ে নয়াদিল্লীতে 'ভিন্ন সংস্কৃতি গবেষণার নতুন সম্ভাবনা' শিরোনামে আন্তর্জাতিক সাংস্কৃতিক আলোচনা সভায় ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি চীন ও ভারতের দু'হাজার বছরের বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাস পর্যালোচনা করেছেন এবং 'সুষম' দৃষ্টিভঙ্গী সম্পন্ন চীন ও ভারত এবং বিশ্বের সংস্কৃতির ওপর সৃষ্ট ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করেছেন। তিনি আশা করেন, আলোচনা সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা ও দু'দেশের পন্ডিতরা কীভাবে দু'দেশের সাংস্কৃতিক বিনিময় ও সংলাপ জোরদার করার মাধ্যমে দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও আস্থা বাড়ানো, দু'দেশের সম্পর্কের ধারাবাহিক সামনে এগিয়ে যাওয়া এবং এশিয়া ও বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য অবদান রাখা নিয়ে আলোচনা করবেন।
ভারতের চীন বিষয়ক গবেষণা ইনস্টিটিউট ও ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের যৌথ উদ্যোগে এবারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর উদ্দেশ্য হলো বহুজাতিক সংস্কৃতির প্রভাব, বিশেষ করে চীন ও ভারতের আন্তঃদেশীয় সাংস্কৃতিক গবেষণাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা। চীনা বংশোদ্ভুত ভারতীয় পন্ডিত অধ্যাপক থান চোং সভায় উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা চীন ও ভারতের সাংস্কৃতিক বিনিময়ে থান চোংয়ের অবদানের উচ্চ মূল্যায়ন করেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে) |