উত্তর পশ্চিম চীনে অবস্থিত নিন সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল একটি হুই জাতি অধ্যুষিত অঞ্চল । আজ এ অনুষ্ঠানে নিন সিয়ার রাজধানী ইন ছুয়ানে বসবাসকারী মুসলমানদের সচ্ছল জীবনযাপন সম্পর্ক আপনাদের কিছু জানাচ্ছি আমি…
নান কুয়ান প্রধান ও বৃহত্তম মসজিদ ইন ছুয়ান শহরাঞ্চলের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত । এ শহরের বেশির ভাগ মুসলমান এ মসজিদে নামাজ পড়েন । পবিত্র জুমার দিন আর মুসলমানের অন্যান্য ঐতিহ্যবাহী উত্সবে হাজার হাজার মুসলমান এ মসজিদে মিলিত হয়ে নামাজ পড়েন ।
৮৩ বছর বয়স্ক পাও চিন কুই নান কুয়ান মসজিদের ব্যবস্থাপনা কমিটির প্রধান । স্থানীয় মুসলমানগণ তাকে খুব সম্মান করেন । গত ৫০ বছর বিভিন্ন জাতির সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিন সিয়ায় ব্যাপক পরিবর্তন হয়েছে । এতে তিনি খুব মুগ্ধ হয়েছেন । তিনি বলেন ,
গত কয়েক বছরে নিন সিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে । বিশেষ করে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দরিদ্র অঞ্চলগুলোতে স্থানীয় সরকার কৃষক ও পশুপালকদেরকে বহু সাহায্য দিয়েছে । স্বায়ত্তশাসিত অঞ্চল , ইন ছুয়ান শহর এবং সীমান্ত দরিদ্র অঞ্চলগুলোতে সংখ্যালঘু জাতির শিক্ষার কাজ এবং বিভিন্ন জাতির মধ্যেকার সংহতি আরো জোরদার হয়েছে । বিভিন্ন জাতির লোকরা সম্প্রীতিতে বসবাস করেছে ।
নিন সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে সংখ্যালঘু জাতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান , ধর্ম ব্যুরোর প্রধান ওয়াং চিয়ান বলেন , স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী ৫০ বছরে সংখ্যালঘু জাতি বিষয়ক নীতি পালন , বিভিন্ন জাতির মধ্যেকার সংহতি জোরদার করা এবং বৈদেশিক মৈত্রী বিনিময় জোরদার করার ব্যাপারে লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হয়েছে ।
এবছর নিন সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী । গত ৫০ বছরে পার্টি ও সরকারের নেতৃত্বে এ অঞ্চলে হান ও হুই জাতির ৬০ লাখ জনগণ যৌথভাবে প্রচেষ্টা চালিয়েছেন এবং বিভিন্ন জাতির সংহতি ও উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছেন । এতে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের সুফল তুলে ধরা হয়েছে ।
ওয়াং চিয়ান বলেন , সংস্কার ও উন্মুক্তকরণের পরবর্তী ৩০ বছর বিশেষ করে গত ৫ বছরে নিন সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে । শহর ও গ্রামাঞ্চলের অর্থনীতি অনেক উন্নত হয়েছে । জনগণের বার্ষিক মাথাপিছু জিডিপি ১২ শতাংশ করে বেড়েছে । শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের আয় দশ-বারো শতাংশ করে বৃদ্ধি পেয়েছে । এদের মধ্যে শহরবাসীদের বার্ষিক মাথাপিছু আয় ১০ হাজার এবং কৃষকদের বার্ষিক মাথাপিছু আয় ৩ হাজার ইউয়ান ছাড়িয়ে গেছে ।
বর্তমানে নিন সিয়ায় সংখ্যালঘু জাতি স্বায়ত্তশাসন ব্যবস্থা দিন দিন পূর্ণাঙ্গ হয়ে উঠছে , সরকারের বিভিন্ন-স্তরের নেতৃবৃন্দের মধ্যে সংখ্যালঘু জাতির ক্যাডারের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে , অর্থনীতি স্থিতিশীল ও দ্রুত বিকশিত হচ্ছে , বিভিন্ন জাতির জনসাধারণের জীবনযাত্রার মান লক্ষ্যণীয়ভাবে উন্নত হয়েছে , বিভিন্ন ক্ষেত্রের কাজ বিকাশ লাভ করেছে এবং সংখ্যালঘু জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষা পেয়েছে । নিন সিয়া সামাজিক বিজ্ঞান একাডেমীর হুই জাতি ও ইসলামিক ইনস্টিটিউটের মহাপরিচালক মা পিং বলেন ,
গত ৫০ বছরে নিন সিয়ায় হুই জাতি ও হান জাতির জনগণ সম্প্রীতিতে বসবাস করছে । কেন্দ্রীয় সরকারের যত্নে হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল গড়ে তোলা হয়েছে । এতে হুই জাতি ও হান জাতির মধ্যেকার সত্যিকার সমতা ফুটে উঠেছে । চীনের ব্যাপক মুসলমানরা দেশের মালিক হিসেবে গৌরব ও আত্মবিশ্বাস অনুভব করেছেন । ফলে দুই জাতির সুষ্ঠু সম্পর্কের রাজনৈতিক ভিত্তি গড়ে উঠেছে । কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে হুই জাতিকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে । তার উদ্দেশ্য সংখ্যালঘু জাতির অর্থনৈতিক উন্নয়নকে আরো ত্বরান্বিত করা । এতে হুই জাতি ও হান জাতির সম্পর্কের অর্থনৈতিক ভিত্তি স্থাপিত হয়েছে । সাংস্কৃতিক ক্ষেত্রে নিন সিয়ার হুই জাতি ও হান জাতির জনগণ পরস্পরের প্রতি সম্মান এবং মর্যাদা প্রদর্শন করে । উভয় পক্ষের পারস্পরিক সংযমের কারণে দুই জাতির মধ্যে সাংস্কৃতিক ভিত্তিও স্থাপিত হয়েছে ।
গত কয়েক বছরে নিন সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে সংখ্যালঘু জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি উত্তরাধিকার সূত্রে গ্রহণ করার পাশাপাশি তা নিরন্তরভাবে বিকশিত করার ব্যবস্থা নেয়া হয়েছে । নিন সিয়া হুই জাতির নতুন যুগের বৈশিষ্ট্য তুলে ধরা বেশ কিছু সংগীত ও নৃত্যনাট্য চীনের সংখ্যালঘু জাতির সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করা হয়েছে এবং সাফল্য অর্জিত হয়েছে । এতে হুই জাতির ইতিহাস , সংস্কৃতি ও আচার ব্যবহার পুরোপরি ফুটে উঠেছে । এর পাশাপাশি হুই জাতির ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র , কাপড়-চোপড়সহ ৮টি লোক সাংস্কৃতিক উত্তরাধিকারকে চীনের রাষ্ট্র পর্যায়ের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবেও নির্ধারণ করা হয়েছে ।
সম্প্রতি নিন সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান ওয়াং চেন ওয়ে বলেন , গত ৫০ বছর ধরে নিন সিয়ার বিভিন্ন জাতির লোক সম্প্রীতিতে বসবাস করছে , সামাজিক ও অবস্থান স্থিতিশীল এবং অর্থনীতি দ্রুতগতিতে প্রসারিত হয়েছে । নিন সিয়া চীনের বিভিন্ন জাতির সম্প্রীতির আদর্শে পরিণত হয়েছে ।
তিনি বলেন , নিন সিয়ায় হুই জাতি ও হান জাতিসহ বিভিন্ন জাতির লোকরা সম্প্রীতিতে রয়েছেন । তাদের মধ্যে রয়েছে সুষম অবস্থান । (থান) |