v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের দারিদ্র্য বিমোচন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন
2008-12-08 18:56:00

    দারিদ্র্যতার সমস্যা হচ্ছে একটি আন্তর্জাতিক সমস্যা। সংস্কার ও উন্মুক্তকরণের পর চীন দারিদ্র্য বিমোচন ক্ষেত্রে বিশ্বকে তাক লাগানো সাফল্য অর্জন করেছে। বিশ্ব ব্যাংকের উপাত্ত অনুযায়ী, গত ২৫ বছরে সারা বিশ্বের দারিদ্র্য বিমোচন খাতে অর্জিত সাফল্যের মধ্যে ৬৭ শতাংশই চীনের।

    ১৯৭৮ সালে সংস্কার ও উন্মুক্তকরণ চালু হওয়ার প্রথম দিকে, চীনে ২৫ কোটি নিরঙ্কুশ দরিদ্র লোক ছিল। দারিদ্র্য বিমোচনের মাত্রা জোরদার করার জন্য চীন সরকার সারা দেশে পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিকভাবে ব্যাপক দারিদ্র বিমোচন কার্যক্রম শুরু করে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বিশেষ দারিদ্র্য বিমোচন সংস্থা প্রতিষ্ঠা করা, বিশেষ অর্থ বরাদ্দ করা, বিশেষ সুবিধাজনক নীতি প্রণয়ন করা। এ ছাড়াও ঐতিহ্যিক ত্রাণ সাহায্যের পরিবর্তে উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের নীতি নির্ধারণ করা হয়েছে।

    ১৯৮৬ সালে চীনের নিরঙ্কুশ দরিদ্র লোকসংখ্যা নেমে ১২ কোটি ৫০ লাখ হয়েছে। ২০০৫ সালের শেষ দিকে এ সংখ্যা ২ কোটি ৩৬ লাখ ৫০ হাজার হয়েছে। ২০০৭ সালে তা ১ কোটি ৪৭ লাখ ৯০ হাজার হয়ে পৃথিবীতে চীন সর্ব প্রথম নিরঙ্কুশ জনসংখ্যার অর্ধেক কমাতে সক্ষম হয়। ফলে চীন সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের প্রথম দেশে পরিণত হয়েছে। চীন বিশ্বের দারিদ্র্য বিমোচন ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China