v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
হে চেন লিয়াং ও তাঁর অলিম্পিক স্বপ্ন
2008-12-05 21:42:52
শ্রোতাবন্ধুরা, ২০০৮ সাল সারা চীনের জন্য একটি বিশিষ্ট বছর। এ বছরে পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে আয়োজন করেছে। চীনাদের এক শ' বছরের অলিম্পিক স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এর বাস্তবে রুপান্তর হওয়ার মাধ্যমে একজনের নাম সকল চীনাদের মনে চিরদিন থাকবে। তা হচ্ছে হে চেন লিয়াং। তিনি পেইচিং অলিম্পিক গেমসের সুষ্ঠু আবেদনের লক্ষ্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হে চেন লিয়াং অলিম্পিক গেমসের সঙ্গে যোগাযোগ শুরুর দিক হচ্ছে ১৯৫২ সালে। সে বছর একজন অনুবাদক হিসেবে হে চেন লিয়াং চীনের অলিম্পিক গেমসের প্রতিনিধি দলের সঙ্গে ফিনল্যান্ডের হেলসিংকি ১৫তম অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। তিনি বলেন , সেবার হচ্ছে চীন প্রজাতন্ত্র প্রথমবারের মতো অলিম্পিক গেমসের সঙ্গে মুখে হওয়া। এ সম্পর্কে তিনি বলেন:

" অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের একই দিনে আমরা মাত্র আমন্ত্রণপত্র গ্রহণ করেছি। ৪০জনকে নিয়ে গঠিত চীনা প্রতিনিধি দল হেলসিংকিতে পৌঁছার সময় , তা সেবার অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানের দিক থেকে আসলে শুধু ৫ দিন বাকি রয়েছে। এটি হলো চীন প্রজাতন্ত্রের খেলোয়াড়রা অলিম্পিক গেমসে অংশ নেয়ার সবচে' অতীত লিপিবন্ধ।"

১৫তম অলিম্পিক গেমসে চমত্কার সেবা প্রদানের লক্ষ্য ১৯৫৫ সালে হে চেন লিয়াং চীনের রাষ্ট্রীয় ক্রীড়া কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগে কাজ করেন। এটি আসলে অলিম্পিক গেমসের সঙ্গে তার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রাখার সম্ভাবনা ছিল। তবে চীন পুনরায় অলিম্পিক গেমসের বড় পরিবারে ফিরে যাওয়ার পথে এতো সহজেই নয়। সেসময় " একচীন নীতি" আন্তর্জাতিক অলিম্পিক কমিটির যথেষ্ট সম্মান পায়নি। ১৯৫৮ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে চীনের রাষ্ট্রীয় ক্রীড়া ব্যুরোর সম্পর্ক বন্ধ হয়ে গেছে। ১৯৭৮ সালে সংস্কার ও উন্মুক্তকরণের পর চীনের অলিম্পিক পথ পুনরায় শুরু হয়।

১০৭৯ সালে চীনের তত্কালীন শীর্ষ নেতা তেং সিয়াও পিং উপস্থিত যে, চীন কেবল যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একটি সদস্য দেশ এবং অলিম্পিক গেমসে অংশ নেয়া তা নয় ,তা সুষ্ঠুভাবে একবার অলিম্পিক গেমস আয়োজন করবে। এ সম্পর্কে হে চেন লিয়াং বলেন:

" একবার অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে আয়োজন করা হচ্ছে সকল চীনাদের স্বপ্ন। তবে এ স্বপ্ন আগে বাস্তবায়ন করতে সম্ভব ছিল না। কারণ, একবার অলিম্পিক গেমস আয়োজনে ব্যাপক জনশক্তি ও পণ্যশক্তি দরকার। নয়া চীন প্রতিষ্ঠার আগে অলিম্পিক গেমস আয়োজনে আমাদের কোন সম্ভাবনা নেই। নয়া চীন প্রতিষ্ঠার পর, বিভিন্ন ধরণের শর্তও সৃষ্টি হয়নি। তেং সিয়াও পিংয়ের এ প্রস্তাব সকল চীনাদের জন্য একটি বৃহত্তম উত্সাহ।"

সেবছর ৫০ বছরের বয়স্ক হে চেন লিয়াং চীনের রাষ্ট্রীয় ক্রীড়া ব্যুরোর উপ-সচিব এবং চীনের অলিম্পিক কমিটির উপ-সচিব হিসেবে তাঁর সকল সহকর্মীদের যৌথ সাহায্যে চীন পুনরায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইনগত আসন পেয়েছে। দু'বছরের পর, হে চেন লিয়াং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একজন সদস্য নির্বাচিত হন। ১৯৮৯ সালে তিনি পুনরায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইসচেয়ারম্যান নির্বাচিত হন। এটি হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সকল পদে চীনাদের সর্বোচ্চ ক্ষমতাসীন দায়িত্ব গ্রহণ করা। এ সম্পর্কে তিনি বলেন:

" অলিম্পিক গেমস চীনে আয়োজন করা , তা সারা চীনের জন্য শুধু একটি ক্রীড়া চর্চার অর্থ নয় , বরং একটি জাতির উন্নয়নের একটি নতুন অধ্যায়ন উন্মোচিত করা।"

২০ শতাব্দীর ৯০ দশকে হে চেন লিয়াংয়ের অলিম্পিক স্বপ্ন বাস্তবে রুপান্তরের ব্যাপারে একটি লক্ষ্যণীয় ধাপ এগিয়ে নিয়েছে। ১৯৯০ সালের পেইচিং এশীয় অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শকরা পেইচিং অলিম্পিক গেমসের আয়োজনের প্রত্যাশা প্রকাশ করেছেন। এর দ্বিতীয় বছর চীন সরকার 'পেইচিং অলিম্পিক গেমস ----২০০০০'আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। চীনের অলিম্পিক কমিটির চেয়ারম্যান হিসেবে হে চেন লিয়াং আবারও পেইচিং অলিম্পিক গেমসের আবেদন কমিটির স্থায়ী ভাইসচেয়ারম্যান নির্বাচিত হন।

তবে অবশেষে পেইচিং শুধু দু'টি ভোট না পেয়ে ২০০০ সালের অলিম্পিক গেমসের আয়োজনের অধিকার পেয়েছিল না। এ সম্পর্কে হে চেন লিয়াং অনেক দুঃখ প্রকাশ করেন। কিন্তু তিনি তত্কালীন অলিম্পিক গেমসের আবেদনকারী প্রতিনিধি দলের সঙ্গে পেইচিংয়ে ফিরে আসার সময় বিমান বন্দরে সকল চীনা জনগণের গভীর স্বাগত গ্রহণ করেছেন। এ সম্পর্কে তিনি স্মরণ করে বলেন:

" আমি অনেক মুগ্ধ পেয়েছি। বিশেষ করে বিমান বন্দরে একটি বড় লেখা আমার মনে চিরদিন থাকবে।ঔটা লিখেছে ' চিরদিনের পেইচিং অদূরের অলিম্পিক' । আমি মনে করি, এ লেখাটা খুবই চমত্কার। এতে পেইচিং অলিম্পিক গেমস অভ্যর্থনার লক্ষ্যে সকল চীনাদের যথাসাধ্য প্রচেষ্টা রাখার আস্থা সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়েছে।"

দ্বিতীয় বছর হে চেন লিয়াং চীনের রাষ্ট্রীয় ক্রীড়া ব্যুরোর কাজে অবসর নিয়েছেন। তবে তিনি আরও অব্যাহতভাবে পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের জন্য ধারাবাহিক চেষ্টা চালিয়ে এসেছেন।

১৯৯৮ সালে পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের আবেদন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ৬৯ বছরের বয়স্ক হে চেন লিয়াং এ আবেদন প্রতিনিধি দলের উপদেষ্টা হিসেবে তার পদে বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

২০০৮ সালের ৮ আগস্ট ২৯তম পেইচিং অলিম্পিক গেমস চীনের রাষ্ট্রীয় স্টেডিয়াম--বার্ড ফ্লুতে সুষ্ঠুভাবে আয়োজিত হয়। সারা বিশ্বে এর ওপর বেশ সজাগ দৃষ্টিরয়েছে। এ সম্পর্কে হে চেন লিয়াং বলেন:

" আমি স্বীকার করি, পেইচিং অলিম্পিক গেমসের সুষ্ঠু আয়োজনে আমার কিছু অবদান রয়েছে। তবে এর মৌলিক বিষয়টি হলো আমাদের সংস্কার ও উন্মুক্তকরণের সুষ্ঠুভাবে চালানো। এটা ছাড়া পেইচিং অলিম্পিক গেমসের আয়োজন অসম্ভব।"

পেইচিং অলিম্পিক গেমস হচ্ছে সকল অলিম্পিক গেমসের মধ্যে সবচে' সফল। হে চেন লিয়াং বলেন, এবারের অলিম্পিক গেমস আয়োজনের আগে এ সম্পর্কে কিছু লোক সন্দেহ ও সমালোচনা করেছিল । এমন কি, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সামর্থ্য নিয়ে সন্দেহ করেছিল। তবে পেইচিং অলিম্পিক গেমসের সুষ্ঠু অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে এসব সন্দেহ দূর হয়ে গেছে। পেইচিং অলিম্পিক গেমসের বিভিন্ন প্রতিযোগিতায় বিদেশী খেলোয়াড়দের প্রতি চীনা দর্শকদের সমর্থন ও উত্সাহের কথা সারা বিশ্বের জনগণের মনে গভীর ছাপ ফেলেছে। পেইচিং অলিম্পিক গেমসের স্থাপনা সবার সেরা বলে বিদেশী সংবাদমাধ্যম প্রশংসা করেছ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China