v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সন্ত্রাসীদের আকাশ থেকে হামলা প্রতিরোধের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন
2008-12-04 18:54:15

    যুক্তরাষ্ট্রের '১১ সেপ্টেম্বর' এর মতো আকাশ থেকে চালানো সন্ত্রাসী হামলা প্রতিরোধের জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এ.কে আন্টোনি ৩ ডিসেম্বর স্থল, নৌ ও বিমান বাহিনীকে সতর্কতা বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন।

    এদিন স্থল, নৌ ও বিমান বাহিনীর স্টাফ প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক অধিবেশনে আন্টোনি যে কোন সময় সন্ত্রাসীদের আকাশ থেকে চালানো হামলা প্রতিরোধের জন্য স্থল, নৌ ও বিমান বাহিনীকে সার্বিকভাবে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। যাতে যুক্তরাষ্ট্রের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনার মত ঘটনা ভারতে না ঘটে।

    জানা গেছে, একই দিনের অধিবেশনে কাশ্মিরের বাস্তব নিয়ন্ত্রিত লাইনের দু'পাশে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিও পর্যালোচনা করা হয়েছে। এর আগে এক খবরে বলা হয়, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর বাস্তব নিয়ন্ত্রিত লাইনের দু'পাশে ভারত ও পাকিস্তানের সীমান্ত রক্ষীরা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

    ভারতের নয়াদিল্লী টেলিভিশন কেন্দ্রের খবরে জানা গেছে, ভারতের বেসামরিক বিমান ব্যবস্থা নিরাপত্তা বিভাগ এ দিন নয়াদিল্লী, ব্যাঙ্গালোর ও চেন্নাই-এর বিমান বন্দর থেকে সন্ত্রাসী হামলার সতর্কীকরণ সংকেত উঠিয়ে নিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China