v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরে চীনের মানবাধিকার কাজকর্মে বিরাট অগ্রগতি হয়েছে
2008-12-02 20:57:23

" বিশ্ব মানবাধিকার ঘোষণা" প্রকাশের ৬০তম বার্ষিকী এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছর উদযাপন উপলক্ষে ২ ডিসেম্বর পেইচিংয়ে চীনের মানবাধিকার গবেষণা সমিতির উদ্যোগে " চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং মানবাধিকার উন্নয়নের ৩০ বছর " শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে । চীনের বিভিন্ন এলাকার ৬০জন মানবাধিকার বিশেষজ্ঞ এবং পন্ডিত সেমিনারে উপস্থিত ছিলেন । সেমিনারে অংশগ্রহণকারী পন্ডিতরা মনে করেন , সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সাথে চীনের মানবাধিকার কাজকর্মেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে ।

চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য বিভাগের প্রধান ওয়াং ছেন ২ ডিসেম্বর এক সেমিনারে ভাষণ দেয়ার সময উল্লেখ করেছেন , গত ৩০ বছর যেমন ছিল চীনের সামাজিক রূপে গভীর পরিবর্তিত হওয়ার ৩০ বছর তেমন ছিল চীনের মানবাধিকার কাজকর্মে সবচেয়ে দ্রুত উন্নয়নেরও ৩০ বছর । তিনি বলেন , সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরে চীনের কমিউনিস্ট পার্টি ও চীন সরকার অর্থনৈতিক নির্মাণকে কেন্দ্র হিসেবে সার্বিক সমাজ উন্নয়ন তরান্বিত করে মানবাধিকারের ব্যাপকতার সঙ্গে চীনের বাস্তব রাষ্ট্রীয় অবস্থা সমন্বিত করে আসছে এবং মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে অক্লান্তভাবে প্রচেষ্টা চালিয়ে ঐতিহাসিক অগ্রগতি লাভ করেছে ।

তিনি বলেন , গত ৩০ বছরে চীনের অর্থনীতি গড়পরতা বার্ষিক বৃদ্ধি ১০ শতাংশ হারে বেড়ে যায় । মাথাপিছু জিডিপির মোট মূল্য প্রায় ১০গুণ বেড়েছে । শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের আয় ও সমৃদ্ধি লক্ষ্যণীয়ভাবে বেড়েছে । জনসাধারণের কর্মসংস্থান, শিক্ষা , চিকিত্সা ও সামাজিক নিশ্চয়তা উপভোগ করার মানও বিরামহীনভাবে উন্নত হয়েছে । চীনা জনগণের জীবিত থাকার ও উন্নয়নের অধিকার অভূতপূর্ব নিশ্চিত হয়েছে ।

চীনের মানবাধিকার গবেষণা সমিতির চেয়ারম্যান লো হাওছাই সেমিনারে বলেছেন , অর্থনীতির সংস্কার চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নকে তরান্বিত করেছে এবং সরাসরি আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের উন্নয়নকে সামনে এগিয়ে নিয়েছে । এ প্রক্রিয়ায় চীনের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার নিরন্তর উন্নতি হয়েছে । নাগরিকদের রাজনীতিতে অংশ নেয়ার অধিকার বিরামহীনভাবে বেড়ে গেছে । চীনের ৩০ বছর সংস্কারের মৌলিক উদ্দেশ্য হল , সমাজের বিভিন্ন ক্ষেত্রের স্বাধীনতা সম্প্রসারিত করা ,জনসাধারণের অংশ নেয়াকে জোরদার করা , জনসাধারণের যথাসম্ভব স্বার্থ রক্ষা করা এবং অধিকাংশ জনগণের মূল্য ও মর্যাদার বাস্তবায়ন করা ।

তাছাড়া,গত ৩০ বছরে চীন সক্রিয়ভাবে আইনগত দেশ নির্মাণ করেছে । ফলে আইন প্রণয়ন, আইন কার্যকর করা এবং আইন ও বিচারসহ নানা ক্ষেত্রে মানবাধিকার আরও নিশ্চিত ও জোরদার হয়েছে । আইন প্রণয়নে মানবাধিকার নিশ্চিত করাকে বিভিন্ন আইনে লিপিবদ্ধ করার কথা আরোপ করা ছাড়াও আইন কার্যকর করার প্রক্রিয়ায় জনসাধারণের স্বার্থ লংঘন করাসহ নানা বেআইনী আচরণ সংশোধন করা হয়েছে এবং অভিযোগ করা ও অভিযুক্ত হওয়ার তত্পরতার ওপর আইনগত তত্ত্বাবধান জোরদার করা হয়েছে । যাতে আইনের নিরপেক্ষতা নিশ্চিত করা যায় ।

সংস্কার ও উন্মুক্তকরণের আগে চীন খুব কম আন্তর্জাতিক মানবাধিকার তত্পরতায় অংশ নিত । কিন্তু সংস্কার ও উন্মুক্তকরণ গভীর হয়ে যাওয়ার সাথেসাথে চীন ধাপেধাপে আন্তর্জাতিক মানবাধিকার সহযোগিতার গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছে । চীন ইতোমধ্যে " অর্থনীতি , সমাজ এবং সংস্কৃতির অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি"সহ ২৫টি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে অংশ নিয়েছে । এক সাক্ষাত্কারে জাতিসংঘ মানবাধিকার পরিষদের পরামর্শ কমিটির বিশেষজ্ঞ ছেন সিছিও বলেন, সর্বপ্রথমে আমরা ই ইউ , তারপর ইউরোপের কোনো একটি দেশের সঙ্গে নির্দিষ্টভাবে মানবাধিকার বিষয়ে সংলাপ করেছি । যুক্তরাষ্ট্রের সঙ্গে, অষ্ট্রেলিয়ার সঙ্গে এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গেও আমরা মানবাধিকার বিষয়ে সংলাপ করেছি । কিছু বিষয় নিয়ে মতবিনিময় করেছি । মানবাধিকার ক্ষেত্রে সংলাপ ও বিনিময়ের মাধ্যমে বিরাট অগ্রগতি হয়েছে । সবাই সংলাপ , বিনিময় ও সহযোগিতার পদ্ধতিকে গ্রহণ করছে । এটা একটি নির্ভুল পদ্ধতি এবং প্রধান প্রবণতায় পরিণত হয়েছে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China