v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বিশ্ব চ্যাম্পিয়ন তেং ইয়া পিং ক্যাম্প্রিজ বিশ্ববিদ্যালয়ের ডক্টেরেট ডিগ্রি পান
2008-12-01 10:39:54
    ১৮টি বিশ্ব চ্যাম্পিয়নের অধিকারী চীনের বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় তেং ইয়া পিং ২৯ নভেম্বর বৃটেনের ক্যাম্প্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ক্যাম্প্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০০ বছর ইতিহাসে তেং ইয়া পিংয়ের মতো বিশ্বের সেরা খেলোয়াড় এ প্রথমবার ক্যাম্প্রিজের ডক্টরেট ডিগ্রি পেলেন।

    টেবিল টেনিস জগতে বহু গৌরব অর্জনের পর ১৯৯৭ সালে তেং ইয়া পিং অবসর নেন। তারপর তাঁর আরেকটি অনুরূপ চমত্কার জীবন শুরু হয়। ২০০৩ সালের আগে তিনি পর পর চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয় ও বৃটেনের নোটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার ডিগ্রি অর্জন করেন। লেখাপড়ার পাশাপাশি তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও বেইজিং অলিম্পিক সাংগঠনিক কমিটিতে কাজ করেন। বেইজিং অলিম্পিক গেমসের পর অলিম্পিক গ্রামের উপ-প্রধান তেং ইয়া পিং জাতীয় ক্রিড়া সাধারণ ব্যুরোর ক্রীড়া যন্ত্রপাতি কেন্দ্রের উপ-মহাপরিচালক নিযুক্ত হন।

    ১১ বছর আগে ক্রীড়া জগত থেকে বিদায় নিলেও এবং চীনের বাইরে বৃটেনে থাকলেও তেং ইয়া পিং-এর জনপ্রিয়তা কমে যায় নি। সমাবর্তন অনুষ্ঠানের জন্য অপেক্ষা করার স্বল্প সময়ের মধ্যে প্রায়শই ছাত্রছাত্রী ও পর্যটকরা এসে আনন্দচিত্তে জিজ্ঞেস করেন, 'আপনি তেং ইয়া পিং নাকি?' তারপর তাঁর সঙ্গে ছবি তুলতে এবং স্বাক্ষর দিতে তাঁকে অনুরোধ করেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China