v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পাকিস্তানের গোলমালে ৬০ জনের বেশি লোক হতাহত
2008-11-30 18:03:37
    সিনহুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশ, পাকিস্তানের স্থানীয় তথ্য মাধ্যম ২৯ নভেম্বর জানিয়েছে, এ দিন পাকিস্তানের বন্দর শহর করাচিতে দাংগাহাংগামা ঘটেছে। এতে ৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে।

    পাকিস্তানের জিইও টেলিভিশন কেন্দ্রের খবরে জানা গেছে, ২৯ নভেম্বর করাচির বেশ কয়েক জায়গায় গুলিবর্ষণ ও আগুন লাগানোসহ গোলমাল ঘটেছে। অজ্ঞাত পরিচয় শুটাররা নির্বিচারে যাতায়াতের গাড়ির ওপর গুলিবর্ষণ করে এবং পাথর ছুড়ে। এতে কয় দশক লোক হতাহত হয়। আগুণে বহু গাড়ি বিধ্বস্ত হয়। দুষ্কৃতিকারী কিছু দোকানে আগুন লাগিয়েছে।

    পাকিস্তানের সিন্ধু প্রদেশের ক্ষমতাসীন পার্টি একই দিন অধিবেশন আয়োজন করে বলিষ্ঠ উপায়ে অপরাধ তত্পরতায় আঘাত হানা এবং শহরের নিরাপদ পরিবেশ রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সরকার গোলমাল অঞ্চলে টহল করার জন্য আধা-সামরিক বাহিনী ও নিরাপত্তা কর্মী পাঠিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China