ভারতের মুম্বাই সন্ত্রাসী হামলা ঘটনার প্রাথমিক তদন্তের ফলাফল থেকে জানা গেছে, সন্ত্রাসী সদস্যরা সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৫০০০ জন নিহত করার পরিকল্পনা করেছিল।
ভারতের মহারাষ্ট্র রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রী আর আর পাটিল ২৯ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, পুলিশ নিহত সন্ত্রাসী সদস্যের গায়ে জিপিএস ও উপগ্রহ টেলিফোন উদ্ধার করেছে। হোটেলে গিয়ে জিম্মি অপহরণ করে এবং পুলিশের সঙ্গে প্রায় ৬০ ঘন্টা ঘরে মুখোমুখি দাঁড়ানোর সময় সন্ত্রাসী সদস্যরা সবসময় উপগ্রহ টেলিফোনের মাধ্যমে বিদেশের নির্দেশ গ্রহণ করেছে।
পাতিল আরো বলেছেন, প্রাথমিক তদন্তের ফলাফল থেকে জানা গেছে, মোট ১০ জন সন্ত্রাসী সদস্য এবারের সন্ত্রাসী তত্পরতায় অংশ নিয়েছে। এর মধ্যে ৯ জন নিহত হয়েছে এবং ১ জন গ্রেফতার করা হয়েছে। তারা ২৬ নভেম্বর সকালে সমুদ্র থেকে মুম্বাইয়ে প্রবেশ করেছে। তারা মুম্বাইয়ের দক্ষিণাংশের কোলাবার এক ছোট বন্দর থেকে অবতরণ করেছে, তারপর সেখান থেকে একটি ট্যাক্সি নিয়ে সকল অস্ত্র ও গোলাবারুদ লুগিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে) |