পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ্ মেহমুদ খুরেশি ২৯ নভেম্বর সকালে নির্ধারিত সময়ের পূর্বেই ভারত সফর শেষ করে ইসলামাবাদে ফিরে গেছেন।
ভারতে পাকিস্তানের দূতাবাস জানিয়েছে, এ দিন সকালে তিনি ভারতের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নেতা এল কে আদভানির সঙ্গে সাক্ষাত্ করার কথা ছিল। কিন্তু পাকিস্তানের মন্ত্রিসভার এক জরুরী অধিবেশনে অংশ নেয়ার জন্য তিনি এ সাক্ষাত্ বাতিল করেছেন।
খুরেশি ২৬ নভেম্বর নয়াদিল্লী পৌঁছে ভারতে চার দিন ব্যাপী সফর শুরু করেন। সেই দিন রাতে দু'দেশের পররাষ্ট্র মন্ত্রী বৈঠকে যৌথভাবে সন্ত্রাসবাদ আঘাত হানার সিদ্ধান্ত নেয়ার কয়েক দশক মিনিট পর মুম্বাইয়ের দশটি জায়গা সন্ত্রাসী হামলা শিকার হয়। এরপর ভারত সরকার প্রকাশ্যে অভিযোগ করেছে যে পাকিস্তান আর মুম্বাইয়ের সন্ত্রাসী হামলা ঘটনার সঙ্গে সম্পর্কিত এবং পাকিস্তানকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে।
উল্লেখ্য যে, খুরেশি এ দ্বিতীয় বার ভারত সফর বিরতি করেছেন। এ বছরের জুন মাসে তিনি প্রথম বার ভারত সফরকালে তাঁর আত্মীয়স্বজনের আকস্মিক মৃত্যুর কারণে তিনি বাধ্য হয়ে নির্ধারিত সময়ের পূর্বেই দেশে ফিরে গেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে) |