চীনের ইয়ুন নান প্রাদেশিক সরকারের উন্নয়ন ও গেবষণা বিষয়ক বিভাগ এবং তা লি পাই জাতির স্বায়ত্তশাসিত বিভাগের জনগণ সরকারের উদ্যোগে " চীনের ইয়ুন নান প্রদেশ ও ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত চতুর্থ আন্তর্জাতিক সেমিনার" গত ৮ ও ৯ নভেম্বর তা লিতে অনুষ্ঠিত হয়েছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবারের ভারতের প্রতিনিধি দলের প্রধান হিসেবে এবং ইয়ুন নান প্রাদেশিক সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মহলের ৬৪জন প্রতিনিধিগণ এবারের সম্মেলনে অংশ নেন।
২০০৩ সালে দু'পক্ষের প্রথম আন্তর্জাতিক সেমিনার ভারতের কলকাতায় অনুষ্ঠিত হওয়ার পর পর্যায়ক্রমেই মোট তিনবার আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়ে গেছে। সম্মেলনে বেশ গুরুত্বপূর্ণ সমস্যায় এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সমস্যায় দু'পক্ষ মতৈক্যে পৌঁছায় । খুন মিং থেকে কোলকাতা বিমান লাইন চালু , কোলকাতায় ও চীনের কুয়াং চৌয়ে কনসাল জেনারেল স্থাপন করায় দু'পক্ষ বেশ অবদান রেখেছে।
দ্বিপাক্ষিক যৌথ প্রচেষ্টায় ইয়ুন নান এবং ভারতের আদান-প্রদান এবং সহযোগিতার ক্ষেত্র অব্যাহতভাবে জোরদার ও সম্প্রসারণ করে যাচ্ছে। দু'পক্ষের উচ্চ পর্যায়ের পারস্পরিক সফর অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। একই সঙ্গে সাংস্কৃতিক বিনিময় এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষ বেশ অগ্রগতি অর্জন করেছে। তা লি কলেজে লেখাপড়া ভারতের ছাত্রছাত্রীদের সংখ্যা মোট ২৬৬জন।
ইয়ুন নান বিশ্ববিদ্যালয় এবং ভারতের ফু না বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। খুন মিং শহরের প্রথম মাধ্যমিক স্কুল এবং নয়াদিল্লীর একটি মাধ্যমিক স্কুলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। এছাড়াও, দু'পক্ষের আর্থিক সহযোগিতার ক্ষেত্র অব্যাহতভাবে সম্প্রসারণ করেছে। এ বছরের প্রথম নয় মাসে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ হয়েছে ৪০ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫২ শতাংশ বেশি।
এবারের সম্মেলনে দু'পক্ষের সহযোগিতাগত কর্মকান্ডের ব্যবস্থা গড়ে তোলা, সংস্কৃতি, শিক্ষা, পরিবহন, পর্যটন এবং আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে। সম্মেলনে " তা লি প্রস্তাব" গৃহীত হয় এবং দু'পক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব " ইয়ুন নান-ভারতের প্রাদেশিক সরকারের যৌথ কর্মকান্ডের" ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
দু'পক্ষের পঞ্চম আন্তর্জাতিক সেমিনার আগামী বছরের চতুর্থ পঞ্চমাংশে কোলকাতায় অনুষ্ঠিত হবে। |