v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের গ্রামীন সংস্কারের নেতৃত্বাধীন কৃষক ইয়ান হুং ছাং
2008-11-21 21:51:30

১৯৭৮ সালের নভেম্বর মাসের এক রাতে চীনের আন হুই প্রদেশের ফেং ইয়াং জেলার সিয়াও কাং গ্রামের একটি ঘাস তৈরী ঘরে ইয়ান হুং ছাংসহ কয়েক কৃষকের সঙ্গে খুবই উত্তেজনাকরভাবে একটি কাগজে নিজের নাম স্বাক্ষর করেছেন। তারা এ গ্রামের সকল জমি প্রত্যেক কৃষকের হাতে প্রদান করেছে। এ ব্যাপারটি চীনের গ্রামীন সংস্কার এমন সারা দেশের সংস্কার ও উন্মুক্তকরণের একটি নতুন অধ্যায়ন উন্মোচিত করেছে। ৩০ বছর কাটিয়েছে। এখন আমাদের একজন সংবাদদাতা চীনের আন হুই প্রদেশের ফেং ইয়াং জেলার সিয়াও কাং গ্রামে গিয়ে ইয়ান হুং ছাংয়ের পরিবারের সাক্ষাত্কার নিয়েছেন।

" সবাই বলেছেন যে আমার বাবার নেতৃতে গ্রামের জমি প্রত্যেকের হাতে নেয়া হয়েছে। তবে আমাদের পরিবারে এখনও আরও একসাথে খাবার খাই। আমার ৫জন ভাইবন আছে। সবাইর নিজেদের শিশু আছে । সুতরাং প্রতিদিন খাওয়ার সময় আমাদের দু'টেবিলের একই খাবার রাখতে হবে।"

এটি ইয়ান হুং ছাংয়ের বড় ছেলে ইয়ান ইয়ু শানের কথা। চীনের গ্রামীন পরিবারে ছেলে-মেয়েরা বিয়ে হওয়ার পর সাধারণত আবারও বাবা মা'র সাথে খাবার খায় না। তবে ইয়ান পরিবারের অবস্থা বেশ বিপরীত। সারা পরিবারে মোট ২১জন একসাথে জীবন কাটেন। এ বড় পরিবার ৩ হেকটর জমি উত্পাদনের মাধ্যমে বেশ উপকৃত হয়েছে। এখন ইয়ান পরিবার সিয়াও কাং গ্রামের ধনি পরিবারগুলোর মধ্যে অন্যতম।

চীনের গ্রামে একটি কথা আছে, তা হলো " হাতে খাদ্যশস্য থাকলে মনে কোন চিন্তা নেই"। এ কথাটি ইয়ান হুং ছাং দম্পতির জন্য বেশি গভীর তত্পর্য রয়েছে। ৩০ বছরের আগে সেসময় স্মরণ করলে তাদের মনে বেশ কষ্টকর লাগে।

সেসময় গ্রামে জনগণের কমিউনিটির ব্যবস্থা কার্যকর করা হয়েছিল। তা হলো কাজে লাগানো সকল কৃষক বেশি ও কম করলে অথচ ভাল ও খারাপ করলে সব একই অবস্থান। সেজন্য কৃষকদের উত্পাদনের উত্সাহ এবং কৃষি উত্পাদনের হার ব্যাপক দরপতন। এ অবস্থা সিয়াও কাং গ্রামে বেশি সৃষ্টি হয়েছিল।

এ অবস্থার প্রেক্ষাপটে ইয়ান হুং ছাং বাইরে কাজ করতে চেয়েছিলেন। যেমন ভাবা তেমন কাজ ১৯৭৬ সালে ইয়ান হুং ছাংয়ের উদ্যোগে একটি স্থাপত্য দল প্রতিষ্ঠিত হয়। এভাবেও ইয়ান হুং ছাংকে গ্রামের একজন ধনি মানুষ বলে মনে করা হয়। স্থাপত্যের ওপর বেশি চেষ্টা রাখার সময় তাকে একজন " বিশেষজ্ঞ" হিসেবে আবারও সিয়াও কাং গ্রামে আমন্ত্রণ করা হয়েছেন। এ সম্পর্কে তিনি স্মরণ করে বলেন:

" একজন বড় ভাই আমার হাত ধরে বলেন, হুং ছাং ভাইয়া , সিয়াও কাং গ্রামের ভবিষ্যতের উন্নয়ন তোমার বেশি সাহায্য দরকার।"

কীভাবে সিয়াও কাং গ্রামের সকল অধিবাসীর জীবন-যাত্রার মান উন্নত করে? আসলে কৃষির উত্পাদনে ইয়ান হুং ছাংয়ের বেশি জানানো ছিল না। তবে তার বাবার কাছে থেকে খবর পেয়েছেন যে, নয়া চীন প্রতিষ্ঠার শুরু দিকে সিয়াও কাং গ্রামের কৃষির উত্পাদন বেশ ভাল ছিল। সারা বছরে কয়েক লাখ গ্রামের খাদ্যশস্য পেতে সক্ষম। এ ছাড়াও বাদি খাদ্যশস্য দেশকে প্রদান করতে পারে। তিনি আবিষ্কার করেছেন যে, নিজেদের জমিতে কৃষকদের উত্পাদনের উত্সাহ বেশি রয়েছে। সুতরাং , তিনি গ্রামের সকল জমি প্রত্যেক কৃষকের হাতে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।

বাস্তব থেকে প্রমাণিত সিয়াও কাং গ্রাম নিজের প্রথম ফলাপ্রসূ বছর অভ্যর্থনা করেছে। স্থানীয় সরকারের ব্যাপক সহায়তায় সিয়াও কাং গ্রামেরউত্পাদনের অভিজ্ঞতা পর্যায়ক্রমেই সারা আন হুই প্রদেশে চালু হয়েছে। এটি গ্রামাঞ্চলের সংস্কার এগিয়ে নেয়ার লক্ষ্যে একটি নতুন অধ্যায়ন উন্মোচিত করেছে। এটিও চীনের গ্রামীণ উত্পাদনে লক্ষ্যণীয় পরিবর্তন সৃষ্টি করেছে।

১৯৮৪ সালে ইয়ান হুং ছাং এক সুযোগ পেয়ে চীনের চে চিয়াং প্রদেশের রুই আন জেলায় পর্যটন করেছেন। সেখানকারের সব কিছু ইয়ান হুং ছাংয়ের মনে বেশ দৃঢ় ছাপা ফেলেছে। এ সম্পর্কে তিনি বলেন:

" সেখাকারের কৃষক জমি চাষ করা ছাড়া, তারা সবাই নিজেদের কারখানা রয়েছে। যেমন লেপ তৈরী কারখানা এবং কাপড় নির্মাণ কারখানা ইত্যাদি। তাদের বড় আকারের এবং ছোট আকারের কারখানা সব কিছু আছে।"

সুতরাং, ইয়ান হুং ছাং শিল্প উন্নয়নের চেষ্টা শুরু করেছেন। এমন কি, তিনি লৌহ ও ইস্পাতসহ বিভিন্ন বাণিজ্য ও পুঁজি আহরণের জন্য সাহায্য করেছেন।

তবে দুঃখ ব্যাপার হলো এ সব প্রকল্প ব্যর্থ হয়ে গেছে। ২০ বছরের অব্যাহত চেষ্টা করায় আসলে ইয়ান হুং ছাং ধনি হওয়া এ পথের একই দিকে চলছে। এতে কোন অগ্রগতি অর্জিত হয় নি। তাহলে এতো বেশি প্রচেষ্টায়কেন ইয়ান হুং ছাং আরও সাফল্য অর্জন করেন নি? তিনি মনে করেন, এর অন্যতম কারণ হচ্ছে গ্রামাঞ্চলে প্রশাসনিক সংস্থার সেবা প্রদানের চেতনা যথেষ্ট নয় । সুতরাং, চলমান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপস্থাপিত যে গ্রামাঞ্চলের সার্বিক সেবা ব্যবস্থা পূর্ণাঙ্গ হওয়ার ধারণা হচ্ছে বর্তমানে গ্রামীন সংস্কার করার একটি চাবিকাঠি দিক। এ সম্পর্কে তিনি বলেন:

" অতীতকালের প্রশাসনিক সংস্থা হচ্ছে একই ক্ষমতাসীন সংস্থা। নতুন পর্যায়ের কেন্দ্রীয় শীর্ষ নেতা গোষ্ঠী ক্ষমতাসীন সংস্থা একটি সেবা প্রদানকারী সংস্থায় পরিণত করেছে। আমি মনে করি, এটি হচ্ছে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা বাস্তবে রুপান্তরিত হলে আমাদের দেশের উন্নয়নের দুয়ার সত্যিকার উন্মুক্ত হবে ।"

শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি সিয়াও কাং গ্রামের ধনি অবস্থা সৃষ্টি করা হচ্ছে ইয়ান হুং ছাংয়ের একটি জীবীতভিত্তিক প্রত্যাশা। এখন এ দায়িত্ব ইতোমধ্যেই তাঁর বড় ছেলে ইয়ান ইয়ু শানের হাতে হস্তান্তর করেছে। ইয়ান ইয়ু শান সিয়াও কাং গ্রামে আন হুই সিয়াও কাং গ্রামের বৈজ্ঞানিক লিমিডেট কোম্পানি নিবন্ধিত করেছেন। তিনি বিদ্যুত্ উত্পাদন সংক্রান্ত একটি সাজ-সরঞ্জাম কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রকল্প ইতোমধ্যেই স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সহায়তা প্রকল্প তালিকার মধ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে। ইয়ান ইয়ু শান বলেন:

" আমি হচ্ছি চীনের সংস্কার ও উন্মুক্তকরণ হওয়ার দ্বিতীয় বংশদ্ভূতের কৃষক। ৩০ বছর ধরে সিয়াও কাং গ্রামেরউন্নয়নে বেশ অগ্রগতি অর্জিত হয়নি। এখন আমাদের তরুণ-তরুণীদের উচিত জন্মস্থানের উন্নয়নে নিজেদের আনুষংগিক অবদান রাখা। সিয়াও কাং গ্রামের পরবর্তীকালে আমাদের নিরলস চেষ্টা দরকার।"--ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China