v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
কোলকাতায় ইয়ুন নান প্রদেশের সাংস্কৃতিক বিনিময় সম্মেলন অনুষ্ঠিত
2008-11-21 21:27:41

    চীনের ইয়ুন নান প্রদেশের গভর্নর ছিন কুয়াং রুংয়ের নেতৃত্বে ইয়ুন নান প্রদেশের একটি প্রতিনিধি দল ভারতের কোলকাতায় সুষ্ঠুভাবে " রঙিন ইয়ুন নান" নামক পর্যটন সংক্রান্ত সাংস্কৃতিক বিনিময় সম্মেলনে অংশ নেয়।

    এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ছিন কুয়াং রুং তার ভাষণে বলেন, চীন ও ভারত উভয়েই সুপ্রাচীন দেশ। দু'পক্ষ সম্মিলিতভাবে বিশ্বের সাংস্কৃতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ন উন্মোচিত করেছে। ইয়ুন নান এবং ভারতের গভীর মৈত্রী রয়েছে।

ইয়ুন নান হচ্ছে চীন ও ভারতের পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। সংস্কৃতি এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষ বেশ গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। সুতরাং, দু'পক্ষের সুষ্ঠু সহযোগিতামূলক ভিত্তি রয়েছে।

এবারের সম্মেলন কেবল যে দু'পক্ষের আদান-প্রদান জোরদার এবং মৈত্রী তরান্বিত করেছে তা নয়, তা বরং ইয়ুন নান ও ভারতের পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।

ইয়ুন নান ভারতের সঙ্গে সংস্কৃতি এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করতে আগ্রহী।

   

ছিন কুয়াং রুং ৪টি ক্ষেত্রের বিষয় দাখিল করেছেন। প্রথমতঃ শিক্ষা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা। এতে দু'পক্ষের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার চ্যানেল স্থাপন করা যায়। দ্বিতীয়তঃ সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করা।

যাতে সাংস্কৃতিক সপ্তাহসহ বিভিন্ন সাংস্কৃতিক তত্পরতার মাধ্যমে দু'পক্ষের সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার করা যায়। তৃতীয়তঃ পর্যটন জোরদার করা। ইয়ুন নান ও ভারতের একটি পর্যটন লাইন স্থাপনের জন্য দু'পক্ষের চেষ্টা করা উচিত।

 

চতুর্থতঃ পরিবহন সহযোগিতা জোরদার করা। ইয়ুন নানের খুন মিং থেকে ভারতের অন্যান্য স্থানে এ লাইন চালু করলে দু'পক্ষের ঘনিষ্ঠ সহযোগিতা চালানোর জন্য উপযুক্ত পরিবেশের সৃষ্টি করা যাবে।

--ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China