v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ছিন হুয়াং তাও নতুন বন্দরে পরিণত হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে
2008-11-20 20:52:20

    ছিন হুয়াং তাও উত্তর চীনের একটি গুরুত্বপূর্ণ বন্দর, যা পেইচিং থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

    ১৯৮৪ সালে এখানে প্রথম ছিন হুয়াং তাও অর্থনীতি ও প্রযুক্তি উন্নয়ন অঞ্চল গড়ে তোলা হয়েছে, যা চীনে প্রথম ১৪টি অর্থনীতি ও প্রযুক্তি উন্নয়ন অঞ্চলের মধ্যে অন্যতম। শিল্পের কাঠামো উচ্চ পর্যায়ে উন্নীত হওয়ার জন্য গত কয়েক বছর ধরে ছিন হুয়াং তাও শহর একটি নতুন বন্দর- শান হাই কুয়ান বন্দর গড়ে তুলছে।

    ছিন হুয়াং তাও শহরে একটি বিখ্যাত বন্দর আছে। এর নাম ছিন হুয়াং তাও বন্দর। এর শতাধিক বছরের ইতিহাস আছে এবং কোনোও বরফ জমা থাকে না। প্রতি বছর এর দক্ষতা ২০ কোটি টন। গত কয়েক বছর ধরে এ বন্দর আর ছিন হুয়াং তাও শহরের উন্নয়নের চাহিদা মেটাতে পারছে না। এ পেক্ষপ্রাটে একটি নতুন বন্দর নির্মান করা কর্মসূচীতে অন্তর্ভুক্ত করা খুব জরুরি হয়ে পড়েছে। ২০০০ সালে ছিন হুয়াং তাও অর্থনীতি ও প্রযুক্তিগত অঞ্চল শান হাই কুয়ান অঞ্চলে= পর্যবেক্ষণ করে এ অঞ্চলে নতুন বন্দর নির্মানের সিদ্ধান্ত নেয়। এ সম্পর্কে ছিন হুয়াং তাও অর্থনীতি ও প্রযুক্তগত অঞ্চলের কর্তৃপক্ষের পরিচালক হু ইং চিয়ে বলেন, "বর্তমানে এ বন্দরটি নির্মানাধীন রয়েছে। বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ছিন হুয়া তাও উন্নয়ন অঞ্চলে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ হচ্ছে এখানকার ব্যবস্থাপনা তাদের চাহিদা মেটাতে পেরেছে। সেজন্য বেশ কিছু ভারী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান এখানে বিনিয়োগের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আগে এমন শিল্পপ্রতিষ্ঠানের এখানে বিনিয়োগ করার সম্ভাবনা ছিল না। বন্দর নির্মানের কারণে সংশ্লিষ্ট শিল্পের দ্রুত উন্নয়ন হতে পেরেছে।

    হারবিন শক্তি সরঞ্জাম কোম্পানি একটি বিদ্যুত্ সরঞ্জাম পরিবহণ কোম্পানি। যা চীনের এখানে শীর্ষ স্থানে রয়েছে। ২০০৩ সালে তাঁরা ছিন হুয়াং তাও অর্থনৈতিক অঞ্চলে একটি শাখা স্থাপন করেছে এবং শান হাই কুয়ান বন্দরের নির্মানে অংশ নিয়েছে। এ কারণে এ কোম্পানিটি শান হাই কুয়ান বন্দর ১০ বছর ব্যবহারের অধিকার পেয়েছে। এ কোম্পানির উপ-মহাব্যবস্থাপক ইয়ু শাও থোং বলেন, "আমাদের কোম্পানির বন্দরের চাহিদার জন্য বিশেষ অনুরোধ রয়েছে। সাধারণত বন্দরের ওজন পরিবহণ ২০ টনের কাছাকাছি। কিন্তু আমাদের পণ্যের ওজন অধিকাংশেই ৩০ থেকে ৪০ টনের মত। সেজন্য সাধারণ বন্দর আমাদের চাহিদা মেটাতে পারে না। কিন্তু শান হাই কুয়ান বন্দর আমাদের চাহিদা মেটাতে পেরেছে।

    বর্তমানে বহু কয়েক বৈদ্যুতিক যন্ত্র উত্পাদনকারী কোম্পানি ও গাড়ির যন্ত্রপাতিসহ বিভিন্ন যন্ত্র প্রস্তুতকারী কোম্পানি এ অঞ্চলে শাখা স্থাপনের পরিকল্পনা করছে। এ অঞ্চল আস্তে আস্তে যন্ত্র প্রস্তুতকারী শিল্পের ঘাঁটিতে পরিণত হতে যাচ্ছে।

    একই সঙ্গে শান হাই কুয়া বন্দর নির্মানের ফলে খাদ্য ও তেল শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটেছে। ব্যাপক আকারের খাদ্য ও তেল শিল্পের জন্য পরিবহণের ব্যয় অনেক বেশি। সুবিধাজনক পরিবহন যোগাযোগ এমন শিল্পপ্রতিষ্ঠানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শান হাই কুয়ান বন্দর সাগরীয় অঞ্চলে অবস্থিত এবং একই সঙ্গে সেখানে রেলওয়ের সুবিধাও রয়েছে। এখানে কারখানা স্থাপন করলে পরিবহনের ব্যয় কমে যাবে।

    ছিন হুয়াং তাও শহরের চিন হাই খাদ্য প্রক্রিয়াকারী কোম্পানি বিদেশ মুখী একটি বড় আকারের কৃষি পণ্য প্রস্তুতকারী কোম্পানি। এ কোম্পানিতে প্রধানতঃ ডালের তেল ও অন্য ডালের প্রক্রিয়া করা হয়। এ কোম্পানির মজুদ ও পরিবহন বিভাগের পরিচালক লি ইয়ান খাং বলেন,"প্রতি বছর উত্পাদনের জন্য প্রায় ৫ লাখ টন কাচামাল ক্ষয় করা হবে। যদি গাড়িতে এগুলো পরিবহণ করা হয়, তাহলে অনেক খরচ হবে। আমাদের উপকরণ অধিকাংশ উত্তর-পূর্ব অঞ্চল থেকে আসে। এখন ট্রেনের মাধ্যমে সে অঞ্চল থেকে শান হাই কুয়ান স্টেশনে নিয়ে আসে। প্রতি টনের খরচ একশ ইউয়ানে দাঁড়ায়। তারপরই বিশেষ রেলওয়ের মাধ্যমে কারখানায় পৌঁছিয়ে দেয়া হয়। আমাদের পণ্য জাপান ও কোরিয়াসহ বিদেশে রপ্তানি করা হয়। সমুদ্রর মাধ্যমে পরিবহণ করা আমাদের জন্য খুব সুবিধাজনক।

    বর্তমানে আন্তর্জাতিক ও দেশের অনেক বিখ্যাত খাদ্য ও খাবার তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছিন হুয়াং তাও অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চলে শাখা স্থাপন করেছে। গত বছরের প্রথম ছয় মাসে এ শিল্পপ্রতিষ্ঠানগুলোর আয়ের মোট পরিমান ২ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। ছিন হুয়াং তাও অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চল উত্তর চীনের বৃহত্তম খাদ্য ও তেলের প্রক্রিয়াকরণ ঘাঁটিতে পরিণত হয়েছে।

    ছিন হুয়াং তাও অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চল আরো উচ্চ পর্যায়ের লক্ষ বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অঞ্চল কর্তৃপক্ষের পরিচালক হু ইং চিয়ে বলেন, "শান হাই কুয়া উত্তর-পূর্বাঞ্চল ও মধ্য উত্তরাঞ্চলের সংলগ্ন অঞ্চলে অবস্থিত। সেইজন্য শান হাই কুয়া বন্দর নির্মিত হলে তাহলে অর্থনীতির উন্নয়নের জন্য অনুকূল। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China