v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সংস্কার ও মুক্তদ্বারের পর চীনের মানবজাতির উন্নয়নের সূচক ইতিহাসে সর্বোচ্চ মানে অবস্থিতঃ ইউএনডিপি
2008-11-17 19:24:55
ইউএনডিপি'র এক রিপোর্ট বলা হয়েছে, সংস্কার ও মুক্তদ্বারের পর চীনের মানবজাতির উন্নয়নের সূচক ইতিহাসে সর্বোচ্চ মানে অবস্থিত। এ সূচক উচ্চ পর্যায়ের মানবজাতি উন্নয়নের মানদন্ডের কাছাকাছি।

ইউএনডিপি ১৬ নভেম্বর পেইচিংয়ে "২০০৭ ও ২০০৮ চীনের মানবজাতির উন্নয়ন রিপোর্ট" প্রকাশ করেছে। এ রিপোর্টে বলা হয়েছে, চীনের মানবজাতির উন্নয়ন সূচক ১৯৭৫ সালে ছিল শুধু মাত্র ০.৫৩। এ সংখ্যা নিম্ন পর্যায়ের মানবজাতির উন্নয়ন সূচকের চেয়ে সামান্য একটু বেশি। ২০০৬ সালে চীনের মানবজাতির উন্নয়নের সূচক ০.৭৮১ এ উন্নিত হয়েছে। এ সংখ্যা উচ্চ পর্যায়ের মানবজাতি উন্নয়নের মানদন্ডের কাছাকাছি।

ইউএনডিপি প্রকাশিত মানবজাতির উন্নয়নের সূচক জনগণের আয়ু,শিক্ষা গ্রহণের পর্যায় ও অর্থনীতি উন্নয়নের মান এ তিনটি ক্ষেত্র অনুযায়ী মানবজাতির উন্নয়নের অবস্থার মূল্যায়ন করা হয়েছে।(লিলু)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China