আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ১৬ নভেম্বর তাঁর ভাষণে পলাতক সশস্ত্র তালিবান নেতা মুল্লাহ ওমরকে সশস্ত্র আক্রমণ বন্ধ করা এবং আফগানিস্তানের পুনর্গঠন কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
কারজাই বলেন, যারা তালিবানের সদস্য আফগানিস্তানের সংবিধানকে মেনে নেবে গ্রহণ করে এবং 'আল-কায়েদা সংস্থা'সহ অন্যান্য সন্ত্রাস সংস্থার সঙ্গে কোন সম্পর্ক রাখবে না, আফগান সরকার তাদের সঙ্গে শান্তি আলোচনা করতে চায়। তিনি আরো বলেন, যদি ওমর জন্মভূমিতে ফিরে এসে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা করতে চান। তাহলে কারজাই ওমরের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্যও যথাসাধ্য চেষ্টা চালাবেন।
এর আগে তালিবান একাধিক বার বলেছে, যে কোন শান্তি আলোচনার পূর্ব শর্ত হবে 'মার্কিন বাহিনীসহ বিদেশী সেনাবাহিনীর আফগানিস্তান থেকে পুরোপুরিভাবে সরে যাওয়া'। কিন্তু আফগান সরকার এ শর্ত প্রত্যাখ্যান করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|