বাংলাদেশী চিত্র শিল্প রশিদ আমিনের কথা |
সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান সংস্কৃতির সম্ভার। আজকের এ অনুষ্ঠানে আমরা একজন বাংলাদেশী চিত্র শিল্পীর কথা শুনাবো। তাঁর নাম রশিদ আমিন। তিনি এর অনেক বছরে চীনে ছিলেন। বর্তমানে তাঁর একটি একক ছবি প্রদর্শনী পেইচিংয়ে বিখ্যাত চারু শিল্পী অঞ্চল-৭৯৮-এ অনুষ্ঠিত হয়েছে। চীনের জীবন-যাপন তাঁর ছবি আঁকায় কী প্রভাব পড়েছে। তাঁর একক প্রদর্শনী কেমন হয়েছে। এবারে আমরা শুনবো তাঁর একক প্রদর্শনী সম্পর্কিত তার নিজের কথা এর সঙ্গে সঙ্গে আরও শুনবো তার শিল্পকলা সম্পর্কে প্রদর্শনীতে আগত গুনীজনের কথা। |
|
|
|
|
অন-লাইন জরীপ |
|
|
|