v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
দক্ষিণ চীন ভ্রমণের সময় তেং সিয়াও পিংয়ের দেয়া ভাষণ
2008-11-11 18:27:31
    ১৯৯২ সালের ১৮ জানুয়ারী থেকে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত চীনের সংস্কার ও উন্মুক্তকরণের প্রধান স্থপতি তেং সিয়াও পিং পর পর দক্ষিণ চীনের উছাং, শেনচেন, চুহাই ও শাংহাইতে পরিদর্শন করেছেন। তিনি পরিদর্শনের পথে সংস্কার ও উন্মুক্তকরণ সংক্রান্ত ধারাবাহিক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

    দক্ষিণ চীনে পরিদর্শনের সময় তেং সিয়াও পিং জোর দিয়ে বলেছেন, অবিচলিতভাবে অর্থনৈতিক নির্মাণকাজকে কেন্দ্র করে চারটি মৌলিক নীতি আর সংস্কার ও উন্মুক্তকরণের নীতি অনুসরণ করার মৌলিক লাইন কার্যকর করতে হবে। চিন্তাকে উন্মুক্ত করতে হবে। বাস্তব তথ্যাবলী থেকে সত্যের সন্ধান করতে হবে। অনুকূল সুযোগ আঁকড়ে ধরতে হবে। সংস্কার ও উন্মুক্তকরণের পদক্ষেপ দ্রুত করে, অর্থনৈতিক নির্মাণকাজের ওপর মনোযোগ দিতে হবে। নিরন্তরভাবে চীনের বৈশিষ্ট্যের সমাজতন্ত্র ব্রতকে সার্বিকভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

     তেং সিয়াও পিংয়ের ভাষণ তত্কালীন আন্তর্জাতিক ও অভ্যন্তরীন পরিস্থিতি বিশ্লেষণ করেছে, ১৯৭৮ সালে চীনের কমিউনিস্ট পার্টির একাদশ কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের পর চীনের সংস্কার ও উন্মুক্তকরণ আর আধুনিকীকরণ নির্মাণকাজের মৌলিক বাস্তব অনুশীলন ও অভিজ্ঞতা বৈজ্ঞানিকভাবে সারসংকলন করেছে, দীর্ঘকাল ধরে জনগণের চিন্তাভাবনাকে সীমাবদ্ধ করার অনেক গুরুত্বপূর্ণ উপলব্ধির সমস্যা তাত্ত্বিক দিক থেকে সঠিকভাবে মীমাংসা করেছে, চীনের সংস্কার ও উন্মুক্তকরণের প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। একই বছরে চীনের কমিউনিস্ট পার্টির চতুর্দশ কেন্দ্রীয় কমিটির অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়েছে যে, চীনের অর্থনৈতিক কাঠামোর সংস্কারের লক্ষ্য হচ্ছে সমাজতান্ত্রিক বাজার অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। চীনের সংস্কার ও উন্মুক্তকরণ তখন থেকে আবার দ্রুত গতিতে সামনে এগিয়ে চলেছে।(ইয়ু কুয়াং ইউয়ে) 

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China