v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে প্রথম উত্পাদন শক্তি(ছবি)
2008-11-11 18:19:39
    ১৯৭৮ সালের ১৮ মার্চ চীনের কমিউনিস্ট পার্টির তত্কালীন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী তেং সিয়াও পিং জাতীয় বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী ভাষণে উল্লেখ করেছেন, চীনের চারটি আধুনিকায়নের চাবিকাঠি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়ন। জোরালোভাবে চীনের বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা খাতের উন্নয়ন সাধন করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে উত্পাদন শক্তি, এ মার্কসবাদী দৃষ্টিভঙ্গী তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন।

    ১৯৮৫ সালের ৭ মার্চ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কার্য অধিবেশনে তেং সিয়াও পিং 'বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে উত্পাদন শক্তি' এই তত্ত্ব পুনরায় ব্যাখ্যা করেছেন।

    ১৯৮৮ সালের ৫ সেপ্টেম্বর চেক স্লোভাকিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ হুসাকের সঙ্গে সাক্ষাত্ করার সময় তেং সিয়াও পিং আনুষ্ঠানিকভাবে 'বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে প্রথম উত্পাদন শক্তি' এ বিখ্যাত তত্ত্ব উত্থাপন করেছেন।

    তখন থেকে চীনের 'বিজ্ঞানের বসন্তকাল' শুরু হয়েছে। চীনের অর্থনৈতিক নির্মাণকাজের সঙ্গে প্রথম উত্পাদন শক্তি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তির দিনে দিনে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China